Yusuf Dikec: স্ত্রী নাকি ছেড়ে গিয়েছেন, তারপরেই মনের দুঃখে বন্দুক হাতে বাজিমাত, মিথ্যে ছেড়ে শ্যুটারের অধ্যাবসায়ের আসল লড়াইয়ের কাহিনি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Yusuf Dikec: কুল, ক্যাজুয়াল শ্যুটার ইউসুফে মজেছেন কোটি কোটি ফ্যান, এবার মিথ্যে খবর ছড়াচ্ছে হুড়মুড়িয়ে, কবে থেকে করেন শ্যুটিং রইল আপডেট
advertisement
1/9

সল্ট -পিপার লুকে বাজার কাঁপাচ্ছেন তুর্কির শ্যুটার ইউসুফ ডিকেক৷ এতদিনে নিশ্চয় জেনে গিয়েছিন, চিনে গিয়েছেন এই কুল-ক্যাজুয়াল অথচ লক্ষ্যে সঠিক শ্যুটারকে৷ যিনি প্যারিস অলিম্পিক্স ২০২৪এ ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় রুপো পদক জিতেছিলেন, তার "গিয়ারলেসসল্ট -পিপার লুকে বাজার কাঁপাচ্ছেন তুর্কির শ্যুটার ইউসুফ ডিকেক৷ এতদিনে নিশ্চয় জেনে গিয়েছিন, চিনে গিয়েছেন এই কুল-ক্যাজুয়াল অথচ লক্ষ্যে সঠিক শ্যুটারকে৷ যিনি প্যারিস অলিম্পিক্স ২০২৪এ ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় রুপো পদক জিতেছিলেন, তার "গিয়ারলেস" অ্যাটায়ারে জন্য৷ " অ্যাটায়ারে জন্য৷
advertisement
2/9
একটি ভাইরাল পোস্ট এই মুহূর্তে তোলপাড় চলছে৷ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানা যাচ্ছে তিনি নাকি বিয়েতে ডিভোর্স হওয়ার পর শ্যুটিংয়ে আসেন৷ কিন্তু এই তথ্য সম্পূর্ণ রূপে ভুল ৷
advertisement
3/9
আসলে এভাবে কোনও পেশাদার মঞ্চে শ্যুটারদের দেখেনি দুনিয়া৷ অথচ এইভাবেই তিনি অলিম্পিক্সের মঞ্চে পারফর্ম করে এসেছেন৷ কিন্তু তখন এই কুল গাই কারোর নজরে আসেননি কারণ মানুষ সাফল্যের পিছনে ধাওয়া করে৷
advertisement
4/9
পিপল রিপোর্ট অনুযায়ী, ডিকেক ২০০১ সালে জেন্ডারমেরি জেনারেল কমান্ডে নন-কমিশনড অফিসার হিসেবে চাকরি করার পর প্রতিযোগিতামূলকভাবে শ্যুটিং শুরু করেন।
advertisement
5/9
তিনি চারবারের অলিম্পিয়ান, ২০০৮, ২০১২, ২০১৬ এবং ২০২০ সালে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সে সময়েও তিনি কোনও প্রটেকটিভ গিয়ার ছাড়াই লড়াই করতেন৷ তবে এবার রুপোর পদক তাঁকে মেগা লাইমলাইটের নিচে এনে দিয়েছে৷
advertisement
6/9
তিনি প্যারিস অলিম্পিক্সে মেডেল রাউন্ডের পারফরম্যান্সেও বিশেষ ধরণের ইয়ারপ্লাগ বা বিশেষ লেন্স না পরার সিদ্ধান্ত নেন৷ ইউসুফ ডিকেক নিয়মিত চশমা এবং একটি টিম টি-শার্ট পরতেন, তাঁর বাঁ হাতটি নিঃশব্দে প্যান্টের পকেটে রাখা ছিল৷
advertisement
7/9
তুরস্কে ফরাসি দূতাবাস সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করে বলেছে, "ইউসুফ ডিকেকের মতো শান্ত হও। এমন শান্ত উপায়ে রৌপ্য পদক জেতার জন্য অভিনন্দন।" জেমস বন্ডের রেফারেন্স, কিছু পোস্টের সাথে হাস্যকরভাবে তার স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থানে একটি সিগারেট যোগ করা, তার নতুন খ্যাতির কৌতুকপূর্ণ প্রকৃতির উপর জোর দেয়।
advertisement
8/9
যদিও ডিকেক তার ব্যক্তিগত ইভেন্টে ১৩ তম স্থান অর্জন করেছেন এবারের মতো ইভেন্ট শেষ হয়েছে টার্কির শ্যুটারের৷ তিনি জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসে ২০২৮-র গেমসের জন্য অপেক্ষা করছেন তিনি৷ তিনি গর্ব করে তাঁর বর্তমান সাফল্য অর্জনকে ভবিষ্যতের স্বর্ণপদকের সম্ভাবনার আশা বলে প্রকাশ করেছেন।
advertisement
9/9
ডিকেক টার্কিশ সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর স্বতন্ত্র শ্যুটিং পদ্ধতি সম্পর্কে বিবরণ দেন। তিনি তাঁর শ্যুটিং পদ্ধতিকে ‘বিশ্বের বিরল শ্যুটিং কৌশল’ বলেছেন৷ এই কথা তিনি টিজিআরটি হ্যাবারের সঙ্গে একটি সাক্ষাৎকারে এই কথা বলেছেন৷ তিনি দাবি করেন যে এমনকি রেফারিরাও দু'চোখ খোলা রেখে শ্যুট করার প্র্যাকটিশ দেখে হতবাক হন।