Manu Bhaker: ‘জীবনে এমন অভিজ্ঞতা একবারই হয়’, প্যারিস অলিম্পিক্সে ভারতের পতাকাবাহক হতে পেরে রোমাঞ্চিত মনু
- Published by:Siddhartha Sarkar
- ganeshagrace
Last Updated:
প্যারিসে ডবল ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছেন মনু। স্বাধীনতার পর এক অলিম্পিক্সে দুটি পদকজয়ী প্রথম ভারতীয় ক্রীড়াবিদ তিনি।
advertisement
1/5

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে জিতেছেন দুটি পদক। বিশ্ব মঞ্চের আসরে দু’দুবার উঠেছে তিরঙ্গা পতাকা। সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকাবাহক হিসাবে মনু ভাকের ছাড়া আর কার কথাই বা ভাবা যায়! তবে শুধু মনু নন, দুইবার অলিম্পিক্স পদকজয়ী হকি খেলোয়াড় হিসাবে পিআর শ্রীজেশও ছিলেন। ‘প্যারেড অফ নেশনস’-এর ভারতের পতাকাবাহক হিসাবে তাই বেছে নেওয়া হয়েছিল এই দু’জনকেই।
advertisement
2/5
প্যারিসে ডবল ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছেন মনু। স্বাধীনতার পর এক অলিম্পিক্সে দুটি পদকজয়ী প্রথম ভারতীয় ক্রীড়াবিদ তিনি। অন্য দিকে, ‘ওয়াল অফ ইন্ডিয়া’ নামে খ্যাত শ্রীজেশ। ভারতীয় হকি টিমের গোলরক্ষক, দূর্গের শেষ প্রহরী। এবারেও ব্রোঞ্জ জিতেছেন। অলিম্পিক্স শেষে দেশে ফিরেছেন মনু। জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহকের সম্মান পেয়ে রোমাঞ্চিত তিনি।
advertisement
3/5
মনু বলছেন, “এমন অভিজ্ঞতা জীবনে একবারই হয়।’’ অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু। তারপর ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে সরবজোত সিংয়ের সঙ্গে ভারতকে এনে দিয়েছেন দ্বিতীয় ব্রোঞ্জ পদক। অল্পের জন্য ২৫ মিটার পিস্তলে পদক হাতছাড়া হয়েছে মনুর। নাহলে তৈরি হত এক অনন্য রেকর্ড।
advertisement
4/5
স্পেনকে ২-১ গোলে হারিয়ে ভারতীয় হকি দলও ব্রোঞ্জ জিতেছে। এর পিছনে শ্রীজেশের অবদান অনস্বীকার্য। একাধিক গোল বাঁচিয়েছেন। শুধু তাই নয়, গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের শ্যুট আউটেও তাঁর রক্ষণ মনে থাকবে ক্রীড়াপ্রেমীদের। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে মনু বলেছেন, “আমরা সবাই পদক জেতার জন্যই পরিশ্রম করি। ভবিষ্যতে যদি একটা অলিম্পিক্স থেকে দুটির বেশি পদক জিতেতে পারি, তাহলে সেটা দুর্দান্ত হবে। ভবিষ্যতে আরও ভাল পারফর্ম করাই আমার লক্ষ্য।’’
advertisement
5/5
ভারতের পতাকাবাহক হতে পেরে গর্বিত মনু। তিনি বলছেন, “এমন অভিজ্ঞতা জীবনে একবারই হয়। আমি এর জন্য কৃতজ্ঞ। চিরকাল মনে রাখব।’’ পাশাপাশি শ্রীজেশকে ভাই সম্বোধন করে তিনি বলেন, “শ্রীজেশ ভাইয়ের সঙ্গে খুব ভাল সম্পর্ক। ছোট থেকে চিনি। সবার সঙ্গে বন্ধুর মতো মেশেন। সাহায্য করেন। খুব বিনয়ীও। সমাপ্তি অনুষ্ঠানে তিনিই আমার কাজটা সহজ করে দিয়েছেন।’’ Photo: Instagram