TRENDING:

Manu Bhaker: স্বাধীন ভারতের একমাত্র মেয়ে মনু, অলিম্পিক্সে এমন রেকর্ড গড়লেন যা কারও নেই

Last Updated:
Manu Bhaker: টোকিওতে তাঁকে খালি হাতে ফেরালেও প্যারিসে নিজের ভাগ্য নিজেই লিখলেন মনু ভাকের। একটি নয়, দুটি পদক জিতে ইতিহাসের পাতায় এমন নজির গড়লেন ২২ বছরের তরুণি যা নেই কোনও ভারতীয়র।
advertisement
1/6
স্বাধীন ভারতের একমাত্র মেয়ে মনু, অলিম্পিক্সে এমন রেকর্ড গড়লেন যা কারও নেই
বন্দুকে ত্রুটির কারণে হতাশা ও চোখের জল নিয়েই ২০২০ টোকিও অলিম্পিক্স থেকে বিদায় নিয়েছিলেন মনু ভাকের। তবে ভেঙে না পড়ে স্বপ্ন পূরণের ইচ্ছেকে পরিণত করেছিলেন জেদে। আর সেই জেদ ও অদম্য পরিশ্রমের ফসল প্যারিস অলিম্পিক্সে ঘরে তুললেন ভারতীয় শুটার।
advertisement
2/6
টোকিওতে তাঁকে খালি হাতে ফেরালেও প্যারিসে নিজের ভাগ্য নিজেই লিখলেন মনু ভাকের। একটি নয়, দুটি পদক জিতে ইতিহাসের পাতায় এমন নজির গড়লেন ২২ বছরের তরুণি যা নেই কোনও ভারতীয়র।
advertisement
3/6
প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে আগেই নয়া ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন। এবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও দেশকে পদক এনে দিলেন মনু ভাকর।
advertisement
4/6
সোমবার তিনি ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে নেমেছিলেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে। অল্পের জন্য সোনা জয়ের ম্যাচে খেলার যোগ্যতা হাতছাড়া হয় ভারতীয় জুটির। তবে মঙ্গলবার ব্রোঞ্জ জয়ের সুযোগ হাতছাড়া করেননি দুই ভারতীয় শুটার।
advertisement
5/6
স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিক থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেনন তিনি। ১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেবার অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে দুটি রুপো জিতেছিলেন তিনি। তবে সেসময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ।
advertisement
6/6
১৯৪৭ সালে স্বাধীনতার পরে এতদিন আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক নিয়ে দেশে ফিরতে পারেননি। এবার তা করে দেখালেন মনু ভাকের। একইসঙ্গে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একই আসনে বিরাজমান হলেন মনু। সকলেই ২টি করে অলিম্পিক্স মেডেল রয়েছে। তবে একই অলিম্পিকে দুটি পদক শুধুই মনু ভাকরের।
বাংলা খবর/ছবি/খেলা/
Manu Bhaker: স্বাধীন ভারতের একমাত্র মেয়ে মনু, অলিম্পিক্সে এমন রেকর্ড গড়লেন যা কারও নেই
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল