Is Lakshya Sen a Bengali: প্যারিস অলিম্পিক্সে তোলপাড় পারফরম্যান্স করা লক্ষ্যের পদবি সেন, তিনি কি বাঙালি, কী লেখাপড়া এই শাটলারের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Is Lakshya Sen a Bengali: অলিম্পিক্সের পুরুষ ব্যাডমিন্টন সিঙ্গলসের সেমিফাইনালে লক্ষ্য সেন, জানেন কে সে?
advertisement
1/10

এবারের অলিম্পিক গেমসে লক্ষ্যর যাত্রা উঁচু -নীচু দিয়ে গেছে তবে তিনি এই মুহূর্তে কোটি কোটি ভারতীয়র হৃদয় জয় করেছেন৷ পাশাপাশি তাঁর হাত ধরেই ফের একবার ব্যাডমিন্টনে পদক আসবে দেশে এমনটাও মনে করছেন সকলেই৷Photo- AP
advertisement
2/10
২০০১ -র ১৬ অগাস্ট এক বাঙালি পরিবারে জন্মেছেন লক্ষ্য সেন৷ তবে তাঁর পরিবার পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, তাঁর পরিবার উত্তর প্রদেশের আলমোড়ায় থাকতেন৷ Photo- AP
advertisement
3/10
পরিবার সূত্রেই লক্ষ্য সেন ব্যাডমিন্টনের ধারা বজায় রেখেছেন৷ তাঁর ঠাকুরদা চন্দ্র লাল সেন তাঁদের এলাকায় প্রথম ব্যাডমিন্টন খেলা শুরু করেন৷ লক্ষ্য সেনের প্রথম কোচ তাঁর বাবা ডি কে সেন৷ Photo- AP
advertisement
4/10
তাঁর বাবা ডি কে সেন ২০১০ সালে যখন তাঁর বড় ছেলেকে একটি সর্বভারতীয় স্তরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলাতে নিয়ে যাচ্ছিলেন সেই সময়েই চিরাগও বাবাকে বলেন তাঁকেও সেই টুর্নামেন্টে সঙ্গে করে নিয়ে যেতে৷ সেখানেই একজন চিরাগের বাবাকে পরামর্শ দেন তাঁর ছেলেকে প্রকাশ পাড়ুকোনের তত্ত্বাবধানে ভর্তি করতে৷ Photo- AP
advertisement
5/10
প্রকাশ পাড়ুকোন অ্যাকাডেমিতে প্রচুর পরিশ্রম করেন চিরাগ, এমনকি নিজের মেন্টরের রেকর্ডও ভেঙে ফেলেন এই তরুণ তুর্কি৷ মাত্র ১৫ বছর বয়সে ন্যাশানাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছন তিনি৷ Photo- AP
advertisement
6/10
লক্ষ্য সেন উত্তরাখণ্ডের হলদুয়ানির বীরসেবা সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে পড়াশুনো করেছেন৷ Photo- AP
advertisement
7/10
এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ২০১৬ সালে প্রথম আন্তর্জাতিক মঞ্চে পদক জেতেন৷ এই সময়ে ১৬ বছর বয়স ছিল তাঁর৷ জাতীয় স্তরে এরপর একাধিকবার পদক জিতেছেন তিনি৷ Photo- AP
advertisement
8/10
ইয়ুথ অলিম্পিক্সে ১৭ বছরে রুপোর পদক দেন৷ কমনওয়েলথে সোনা জেতেন লক্ষ্য, এশিয়ান গেমসে রুপোও জেতেন তিনি৷ এরপরে অলিম্পিক্সে এবারের দুদ্ধর্ষ পারফরম্যান্স দেন৷ Photo- AP
advertisement
9/10
২২ বছর বয়সী, লক্ষ্য সেন, একমাত্র পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে রেকর্ড গড়েছেন এবং অলিম্পিকের ইতিহাসে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জনকারী তৃতীয় ব্যক্তি। তিনি তাইওয়ানের চৌ-তেইন চেনকে ১৯-২১,২১-১৫ ২১-১২ ব্যবধানে হারিয়েছেন। Photo- AP
advertisement
10/10
লক্ষ্যের আগে, শুধুমাত্র কিদাম্বি শ্রীকান্ত (২০১৬) এবং পারুপল্লী কাশ্যপ (২০১২) অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করতে পেরেছিলেন কিন্তু একটি পদক জিততে পারেননি। Photo- AP