TRENDING:

Paris Olympics 2024: অলিম্পিক্সে যৌনতা প্রতিরোধক খাট, চাইলেও সঙ্গমে মিলিত হতে পারবেন না অ্যাথলিটরা! কী বিশেষত্ব এই খাটের

Last Updated:
Paris Olympics 2024: গেমস ভিলেজে যাতে অ্যাথলিটরা যৌন সঙ্গমে মেতে উঠতে না পারে সেই কারণেই এই বিশেষ খাটের ব্যবস্থা করা হয়েছে। কী এই খাটের বিশেষত্ব? জেনে নিন বিস্তারিত।
advertisement
1/6
সঙ্গম এড়াতে অলিম্পিক্সের গেমস ভিলেজে বিশেষ খাট! কী এর বিশেষত্ব?
২৬ তারিখ থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর। তবে কিছু খেলার প্রাথমিক রাউন্ড ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খেলার পাশাপাশি অলিম্পিক্সের গেমস ভিলেজের নানা বিষয় নিয়ে জানার কৌতুহল কম নয় ক্রীড়া প্রেমিদের।
advertisement
2/6
এবার অলিম্পিক্স গেমস ভিলেজের অন্যতম আলোচ্য বিষয় হল 'নো সেক্স বেড'। অ্যাথলিটদের জন্য যে কাঠবোর্ডের খাট গেমস ভিলেজে রয়েছে আয়োজকরা তার নাম দিয়েছেন 'অ্যান্টি সেক্স' বা 'নো সেক্স' খাট।
advertisement
3/6
গেমস ভিলেজে যাতে অ্যাথলিটরা যৌন সঙ্গেমে মেতে উঠতে না পারে সেই কারণেই এই বিশেষ খাটের ব্যবস্থা করা হয়েছে। কারণ এর আগে এমন ঘটনার অভিযোগ উঠেছে। তা এড়াতেই এই বিশেষ খাট।
advertisement
4/6
তবে কী এমন বিশেষত্ব রয়েছে এই নো সেক্স বেডে। তা জানার কৌতুহল রয়েছে ক্রীড়া প্রেমিদের। খাটের মেটেরিয়াল অর্থাৎ যা দিয়ে খাট তৈরি হয়েছে, তা মাত্র একজনের দেহের ওজন বহন করতে পারে।
advertisement
5/6
এছাড়া এই খাটের আকার আকৃতিও এমন করা হয়েছে, যাতে একজনের বেশি দ্বিতীয় জন খাটে বসতে বা শুতে না পারেন। ইতিমধ্যেই এই নো সেক্স বেডের ছবি ও ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
advertisement
6/6
গেমস ভিলেজে একাধিক অ্যাথলিটও ইতিমধ্যেই এই খাটের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করেছে। অনেকে যাচাই করে নিয়েছে এই খাট কতটা মজবুত। ভিলেজকে পরিবেশ বান্ধব রাখতে বিশেষ প্লাই দিয়ে তৈরি হয়েছে এই খাট।
বাংলা খবর/ছবি/খেলা/
Paris Olympics 2024: অলিম্পিক্সে যৌনতা প্রতিরোধক খাট, চাইলেও সঙ্গমে মিলিত হতে পারবেন না অ্যাথলিটরা! কী বিশেষত্ব এই খাটের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল