TRENDING:

Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারতের ২টি সোনা পাকা! বড় ভবিষ্যদ্বাণী বিশ্বজয়ী তারকার

Last Updated:
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ৩০ জুলাই দুপুর পর্যন্ত ২টি পদক জিতেছে ভারত। দুই পদকই জিতেছে শুটার মনু ভাকর। একাধিক ইভেন্টে আশা জাগিয়েও পদক হাতছাড়া হয়েছে ভারতের। এরই মধ্যে হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী।
advertisement
1/6
অলিম্পিক্সে ভারতের ২টি সোনা পাকা! বড় ভবিষ্যদ্বাণী বিশ্বজয়ী তারকার
প্যারিস অলিম্পিক্সে ৩০ জুলাই দুপুর পর্যন্ত ২টি পদক জিতেছে ভারত। দুই পদকই জিতেছে শুটার মনু ভাকর। একাধিক ইভেন্টে আশা জাগিয়েও পদক হাতছাড়া হয়েছে ভারতের। এরই মধ্যে হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী।
advertisement
2/6
ভবিষ্যদ্বাণী করেছেন টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন টি-২০ বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়। আর দ্যা ওয়ালের 'ভবিষ্যদ্বাণী' শুনে আশায় বুক বাঁধতেই পারে দেশবাসী। জানিয়েছেন,অলিম্পিক্সে ২টি সোনা জিততে পারে ভারত।
advertisement
3/6
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে গিয়েছেন দ্রাবিড়। বর্তমানে টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। আর অবসর সময়ে দ্রাবিড় পৌছে গিয়েছেন অলিম্পিক্স দেখতে। ভারতীয় খেলোয়ারদের সমর্থন করতে।
advertisement
4/6
ইতিমধ্যেই একাধিক খেলায় মাঠে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটারকে। মনু ভাকরের সাফল্যের পর দ্রাবিড় বলেছেন,"মনুর গল্প সবাইকে উৎসাহিত করবে। টোকিওর হতাশার পর এখানে এসে ব্রোঞ্জ জেতা অসাধারণ প্রাপ্তি। বহ বছরের পরিশ্রম, ধৈর্য্য ও সাধনা দিয়ে এই জায়গায় পৌঁছনো যায়।"
advertisement
5/6
প্যারিসের ইন্ডিয়া হাউজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ২০২৮ অলিম্পিক্স থেকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার সময় রাহুল দ্রাবিড় বলেন,"২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেট নিয়ে ভারতীয় ড্রেসিং রুমে আলোচনা হয়। সোনার পদক জিততে সবাই চায়, পোডিয়ামে দাঁড়াতে চায়।"
advertisement
6/6
এরপরই রাহুল দ্রাবিড় বলেন,"আশা করব, ভারতের পুরুষ ও মহিলাদের দল সোনা পাবে। দুর্ভাগ্য যে, আমি তখন খেলতে পারব না। কিন্তু যেভাবেই হোক যুক্ত থাকার চেষ্টা করব। যদি কোনওভাবেই না হয়, তাহলে না হয় মিডিয়াতে চাকরি নেব।" দ্রাবিড়ের এই বক্তব্য থেকেই পরিষ্কার আগামী অলিম্পিক্সে ভারতের ক্রিকেটে দুটি সোনা জয়ের বিষয়ে তিনি কতটা আশাবাদী।
বাংলা খবর/ছবি/খেলা/
Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারতের ২টি সোনা পাকা! বড় ভবিষ্যদ্বাণী বিশ্বজয়ী তারকার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল