TRENDING:

Paris olympic 2024: অলিম্পিকের প্যারিস ভাসল সিলিনের সুরে! অসুস্থতা ধরা পড়ার ২ বছর পর মঞ্চে গায়িকা

Last Updated:
আইফেল টাওয়ার জুড়ে আলোর খেলা দেখা যায়। ফ্রান্সের বিভিন্ন তারকাদের হাতে ঘুরল অলিম্পিক্সের মশাল। শেষে গান গাইলেন সিলিন ডিয়ন। ১৯৯৬ সালের অ্যাটলান্টা অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছিলেন তিনি। আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে তাঁর 'ল'হাইম আ ল'মুর' গানটি গেয়ে মায়ায় ভরিয়ে দিলেন ভালবাসার শহর। ২০২২ সালে স্টিফ-পারসন সিনড্রোম রোগ ধরা পর এই প্রথম গাইলেন সিলিন। এই গান দিয়ে শেষ হল অনুষ্ঠান।
advertisement
1/15
অলিম্পিকের প্যারিস ভাসল সিলিনের সুরে! অসুস্থতা ধরা পড়ার পর এই প্রথম মঞ্চে গায়িকা
বৃষ্টি পড়ছিল তুমুল। তবু নির্বিঘ্নেই শেষ হল ২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। ৪ ঘণ্টা ধরে চলা এই অনুষ্ঠানে কত যে আয়োজন! রঙের বাহারে চোখ ধাঁধানোর পালা। ভারতীয় সময় রাত ১১টা থেকে শুরু হয় প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। Photo Courtesy: AP
advertisement
2/15
ফ্রান্সের অন্যতম সেরা ফুটবলার জিনেদিন জিদানের হাতে ছিল অলিম্পিক্সের মশাল। যা তিনি তুলে দেন তিন শিশুর হাতে। তাঁদের হাত থেকে সেই মশাল চলে যায় এক অজ্ঞাত ব্যক্তির হাতে। Photo Courtesy: AP
advertisement
3/15
হাত থেকে হাতে, মশাল চলে যায় সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাতে। গোটা অনুষ্ঠানে জুড়ে তাঁর মুখ ছিল ঢাকা। তিনি ছিলেন এবারের অলিম্পিক সূচনা পর্বের অন্যতম আকর্ষণ। রহস্য। তিনি যে কে, কেউ জানে না!ছবি- X
advertisement
4/15
এ বারের চমক ছিল খেলোয়াড়দের নৌকা করে নিয়ে আসায়। ৯৪টি নৌকা করে এলেন ২১১টি দেশের খেলোয়াড়েরা। ছোট, বড় নৌকা করে নিয়ে আসা হল তাঁদের। আর নদীর পাড়ে হল বিভিন্ন অনুষ্ঠান। Photo Courtesy: AP
advertisement
5/15
নৌকায় এলেন পাকিস্তানের খেলোয়াড়ের দল। বৃষ্টির মধ্যেই তাঁদের উচ্ছ্বাস ধরা দিল। কেউ কেউ পড়ে আছেন বর্ষাতি। কেউ আবার খেলার পোশাকেই। Photo Courtesy: AP
advertisement
6/15
রাত ১২.৩০ নাগাদ ভারতীয় ক্রীড়াবিদদের নৌকা এগিয়ে এল স্যেন নদী ধরে। পতাকা ধরা ছিল পিভি সিন্ধু এবং শরথের হাতে। বাকি খেলোয়াড়েরা হাতে ছোট ছোট জাতীয় পতাকা দোলালেন। প্যারিসের বৃষ্টির কারণে বেশির ভাগ খেলোয়াড়ই বর্ষাতি পরে ছিলেন। Photo Courtesy: AP
advertisement
7/15
প্যারেডের শেষ তিন দেশ হিসাবে পর পর এল অস্ট্রেলিয়া (২০৩২ অলিম্পিক্সের আয়োজক), আমেরিকা (২০২৮ অলিম্পিক্সের আয়োজক) এবং ফ্রান্স (এ বারের আয়োজক)। ফ্রান্সের নৌকাটি বাকি সকলের থেকে আলাদা।Photo Courtesy: AP
advertisement
8/15
দেশগুলির প্যারেড শেষে এ বার একের পর এক বিশেষ নৌকা এগিয়ে আসে। কোনওটিতে চলছে ফ্যাশন শো, কোনওটিতে নাচগান। দেশের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হচ্ছে সেই সব অনুষ্ঠানের মাধ্যমে। একসঙ্গে চলছে বহু অনুষ্ঠান। একসঙ্গে ক্যামেরায় সবটা ধরা সম্ভবই নয়! Photo Courtesy: AP
advertisement
9/15
গোটা অনুষ্ঠান নদীতে হওয়ার কারণে সব অনুষ্ঠান, সকলে দেখতে পাননি। প্যারিস শহরের বিভিন্ন স্থাপত্যকে তুলে ধরা হয় অনুষ্ঠানে। কিন্তু সে সব সম্প্রচারকারী সংস্থা দেখাতে পারলেও স্যেন নদীর ধারে বসে থাকা দর্শকদের ভরসা ছিল জায়ান্ট স্ক্রিন। সামনে দিয়ে ভেসে চলেছে বিভিন্ন দেশের খেলোয়াড়দের নৌকা। কোন দিকে চোখ রাখবেন তা বোঝা ভার।Photo Courtesy: AP
advertisement
10/15
আইফেল টাওয়ারের নীচে বিরাট সংখ্যক দর্শক তখন অপেক্ষা করছেন। তাঁদের সামনে উড়ল অলিম্পিক্সের পতাকা, গাওয়া হল এই প্রতিযোগিতার অ্যান্থেম। সেখানে প্যারিস অলিম্পিক্স আয়োজক কমিটির প্রধান টনি এস্তানগুয়েত এবং আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান থমাস বাক সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ প্যারিস অলিম্পিক্সের সূচনা করেন।Photo Courtesy: AP
advertisement
11/15
অনুষ্ঠানের শেষ পর্বে অলিম্পিক্সের মশাল হাতে নেন জিদান। তাঁর হাত থেকে সেই মশাল নেন রাফায়েল নাদাল। নৌকায় করে সেই মশাল নিয়ে স্যেন নদীর উপরে দেখা যায় নাদাল, সেরেনা উইলিয়ামস, কার্ল লুইসকে।
advertisement
12/15
গোটা অনুষ্ঠান নদীতে হওয়ার কারণে সব অনুষ্ঠান, সকলে দেখতে পাননি। প্যারিস শহরের বিভিন্ন স্থাপত্যকে তুলে ধরা হয় অনুষ্ঠানে। কিন্তু সে সব সম্প্রচারকারী সংস্থা দেখাতে পারলেও স্যেন নদীর ধারে বসে থাকা দর্শকদের ভরসা ছিল জায়ান্ট স্ক্রিন। সামনে দিয়ে ভেসে চলেছে বিভিন্ন দেশের খেলোয়াড়দের নৌকা।
advertisement
13/15
গোটা অনুষ্ঠান নদীতে হওয়ার কারণে সব অনুষ্ঠান, সকলে দেখতে পাননি। প্যারিস শহরের বিভিন্ন স্থাপত্যকে তুলে ধরা হয় অনুষ্ঠানে। কিন্তু সে সব সম্প্রচারকারী সংস্থা দেখাতে পারলেও স্যেন নদীর ধারে বসে থাকা দর্শকদের ভরসা ছিল জায়ান্ট স্ক্রিন। সামনে দিয়ে ভেসে চলেছে বিভিন্ন দেশের খেলোয়াড়দের নৌকা। Photo Courtesy: AP
advertisement
14/15
বৃষ্টি ভিজে একের পর এক অনুষ্ঠান চলছে যখন, গান গেয়ে চলেছেন লেডি গাগা। Photo Courtesy: AP
advertisement
15/15
আইফেল টাওয়ার জুড়ে আলোর খেলা দেখা যায়। ফ্রান্সের বিভিন্ন তারকাদের হাতে ঘুরল অলিম্পিক্সের মশাল। শেষে গান গাইলেন সিলিন ডিয়ন। ১৯৯৬ সালের অ্যাটলান্টা অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছিলেন তিনি। আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে তাঁর 'ল'হাইম আ ল'মুর' গানটি গেয়ে মায়ায় ভরিয়ে দিলেন ভালবাসার শহর। ২০২২ সালে স্টিফ-পারসন সিনড্রোম রোগ ধরা পর এই প্রথম গাইলেন সিলিন। এই গান দিয়ে শেষ হল অনুষ্ঠান। Photo Courtesy: AP
বাংলা খবর/ছবি/খেলা/
Paris olympic 2024: অলিম্পিকের প্যারিস ভাসল সিলিনের সুরে! অসুস্থতা ধরা পড়ার ২ বছর পর মঞ্চে গায়িকা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল