ওভালে ৪-১-এ সিরিজ জয় রুটদের, ভারতের সান্ত্বনা শুধু রাহুল-পন্থের ইনিংস
Last Updated:
advertisement
1/5

নির্ভীক ব্যাটিংয়ে জোড়া সেঞ্চুরি। রাহুলের ১৪৯ রান। কেরিয়ারের পঞ্চম শতরান। টেস্টে প্রথম শতরান ঋষভের। ১১৪ রানে থামলেন পন্থ। ষষ্ঠ উইকেট জুটিতে যোগ হল ২০৪ রান। তবু ওভালে শেষ বিকেলে মরিয়া লড়েও হার ভারতের। Photo Courtesy: ICC/Twitter Handle
advertisement
2/5
১১৮ রানে টেস্ট জিতে কুককে কাব্যিক ফেয়ারওয়েল ইংল্যান্ডের। সিরিজ ৪-১। তিন উইকেট অ্যান্ডারসনের। শেষ শিকার হিসেবে শামিকে তুলে নিয়ে পৌঁছে গেলেন ৫৬৪ উইকেটে। টপকে গেলেন গ্লেন ম্যাকগ্রাকে। Photo Courtesy: ICC/Twitter Handle
advertisement
3/5
কুরান-রশিদের নামের পাশেও জোড়া শিকার। তবে রাহুল-ঋষভ ছাড়া ডাহা ফ্লপ মিডল-অর্ডার। রাহানে ফিরলেন ৩৭ রানে। দ্বিতীয় ইনিংসে খাতা খুলতে ব্যর্থ হনুমা বিহারি। নিরাশ করলেন জাদেজাও। ৪৬৪ তাড়া করতে নেমে ভারত শেষ করল ৩৪৫ রানে। Photo Courtesy: ICC/Twitter Handle
advertisement
4/5
টেস্ট ও সিরিজ হারের হতাশা অনেকটাই যেন ভুলিয়ে দিল দুই তরুণের সেঞ্চুরি। কেএল রাহুলের ১৪৯ ও ঋষভ পন্থের ১১৪। তাই ১-৪ সিরিজ হেরেও অতটা মনমরা নন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দলের সিরিজ সেরার পুরস্কার নেওয়ার পরে বললেন, ‘‘ফলাফলে তো সব বোঝা যায় না। তবে শেষ দিনের এই লড়াই বুঝিয়ে দিল, আমাদের দলের ছেলেদের চারিত্রিক দৃঢ়তা কেমন।’’ Photo Courtesy: ICC/Twitter Handle
advertisement
5/5
বিদায় কুক !