একটা বিশ্বকাপ হেরে দুঃখিত? এই ভারতীয় খেলোয়াড় ২৬টা বিশ্বকাপ জিতলেন, চেনেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Pankaj Advani: ২৬ বার বিশ্বকাপ জিতলেন এই ভারতীয় খেলোয়াড়।
advertisement
1/7

ভারতীয় দল ২০২৩ বিশ্বকাপ ফাইনাল হেরেছে বলে মন খারাপ? জানেন কি, এমন একজন ভারতীয় খেলোয়াড় আছেন, যিনি ২৬বার বিশ্বকাপ জিতেছেন!
advertisement
2/7
ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্য়াম্পিয়ানশিপে তুন রেকর্ড গড়লেন ভারতের পঙ্কজ আডবানী। এই নিয়ে ২৬বার খেতাব জিতলেন তিনি।
advertisement
3/7
ভারতের আরেক খেলোয়াড় সৌরভ কোঠারিকে ফাইনালে হারালেন পঙ্কজ আডবানী।
advertisement
4/7
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ানশিপে পিছিয়ে থেকেও শেষমেশ জেতেন তিনি।
advertisement
5/7
ম্যাচ যত গড়ায় ততই একের পর এক ভুল করতে থাকেন সৌরভ। ফলে ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন পঙ্কজ।
advertisement
6/7
পঙ্কজ এদিন বলেছেন, ধারাবাহিকতা ধরে রাখাটাই আমার কাছে আসল। এই খেতাব আমি আগেও জিতেছি। আবারও জিতলাম। অর্থাৎ আমি ধারাবাহিক ভাল পারফর্ম করেছি। এটাই শান্তি দেয়।
advertisement
7/7
২০০৩ সালে প্রথমবার বিশ্বচ্য়াম্পিয়ন হয়েছিলেন পঙ্কজ আডবানী।