Pandya Brothers New Flat: ৩০ কোটি টাকার এইট বিইএইচকে ফ্ল্যাট কিনলেন পান্ডিয়া, কী নেই সেখানে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
৩০ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন পান্ডিয়া ব্রাদার্স। খুব তাড়াতাড়ি শিফট করবেন সেখানে।
advertisement
1/5

একটা সময় ম্যাচ পিছু ৪০০-৫০০ টাকা করে পেতেন। বেশিরভাগ দিন প্র্যাকটিসের পর ম্যাগি খেয়েই খিধে মেটাতে হত। আজ সেই তাঁরাই কি না কিনে ফেললেন ৩০ কোটি টাকার ফ্ল্যাট! পান্ডিয়া ব্রাদার্স কামাল করল।
advertisement
2/5
খুূব তাড়াতাড়ি বদোদরা থেকে মুম্বইতে চলে আসতে পারে হার্দিক পান্ডিয়ার পরিবার। আর তাই মুম্বইয়ের রুস্তমজি প্যারামাউন্টে ফ্ল্যাট কিনলেন ক্রুনাল ও হার্দিক। তাঁদের সেই ফ্ল্যাটে কী নেই!
advertisement
3/5
৩৮৩৮ স্ক্যোয়ার ফিটের সেই ফ্ল্যাটে আটটি রুম রয়েছে। বলিউডের অভিনেতা টাইগার স্রফ ও তাঁর বান্ধবী দিশা পাটানিও একই অ্যাপার্টমেন্টে থাকেন।
advertisement
4/5
জিম, গেমিং জোন, প্রাইভেট সুইমিং পুল ও থিয়েটার রয়েছে এই ফ্ল্যাটে। সপরিবারে এই আলিশান অ্যাপার্টমেন্টে থাকবেন পান্ডিয়ারা।
advertisement
5/5
সদ্য সমাপ্ত সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে পান্ডিয়া ব্রাদার্সদের পারফরম্যান্স ভাল ছিল না। তবে ব্যক্তিগত জীবনে দুই ভাই সুসময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন। জানা গিয়েছে খুব তাড়াতাড়ি মুম্বইয়ের নতুন ফ্ল্যাটে শিফট করবেন পান্ডিয়ারা।