TRENDING:

Palash Muchhal's Public Appearance : বিয়ে স্থগিত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে পলাশ! ক্যামেরা দেখে হাসলেন, স্মৃতি মন্ধানার হবু বরের সঙ্গে বিমানবন্দরে কে?

Last Updated:
Smriti Mandhana-Palash Mucchal : স্মৃতি বা পলাশ, কেউই এখনও মুখ খোলেননি। বিয়ে স্থগিত হওয়ার ঘটনার এক সপ্তাহের মাথায় হাসিমুখে দেখা গেল পলাশকে। পলাশের মা জানিয়েছেন, স্মৃতি ও তাঁর ছেলে, দু’জনেই কষ্টে আছেন।
advertisement
1/6
বিয়ে স্থগিত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে পলাশ! ক্যামেরা দেখে হাসলেন
২৩ নভেম্বর তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ জানা যায়, বিয়ের আসরে পাত্রী ভারতীয় দলের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানার বাবা অসুস্থ হয়ে পড়েন। তাই আপাতত বিয়ে স্থগিত। তার পর আচমকা স্মৃতির সোশ্যাল মিডিয়া পেজ থেকে এনগেজমেন্ট, বিয়ের প্রস্তুতির সব ভিডিও ও ছবি ডিলিট।
advertisement
2/6
স্মৃতি ও পশালের বিয়ে অনির্দিষ্টকালের জন্য বিয়ে পিছিয়ে গিয়েছে৷ স্মৃতির বাবা অসুস্থ, অন্যদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন হবু বর পলাশও৷ তবে এসবের মধ্যে পশালের গোপন চ্যাট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷ বিয়ের আগের রাতে ফাঁস হয় সেই চ্যাট-এর স্ক্রিনশট।
advertisement
3/6
প্রথমে সবাই জানলেন, স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে পিছিয়ে গিয়েছে। পরে জানা গেল, বিয়ের আগের রাতে স্মৃতিরই পরিচিত এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। ফলে এখন তাঁদের বিয়েটা হবে কি না তা নিয়েই ধোঁয়াশা দেখা দিয়েছে। এরই মধ্যে এসব ঘটনার পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেল পলাশকে।
advertisement
4/6
স্মৃতি বা পলাশ, কেউই এখনও মুখ খোলেননি। বিয়ে স্থগিত হওয়ার ঘটনার এক সপ্তাহের মাথায় হাসিমুখে দেখা গেল পলাশকে। পলাশের মা জানিয়েছেন, স্মৃতি ও তাঁর ছেলে, দু’জনেই কষ্টে আছেন। তিনি এ-ও জানান যে, তাঁদের বিয়ে খুব শীঘ্রই হবে।
advertisement
5/6
বিয়ে করতে গিয়ে বরযাত্রী নিয়ে গিয়েও ফিরে আসতে হয়েছে পলাশকে। এ বার বিমানবন্দরে বাবা-মায়ের সঙ্গে দেখা গেল পলাশকে। ক্যামেরা দেখে হাসেনও তিনি। স্মৃতির বাবাও হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে এসেছেন।
advertisement
6/6
স্মৃতি মন্ধানার বন্ধুর সঙ্গে পলাশ মুচ্ছলের মাখোমাখো কথা ভাইরাল হয়েছিল। অনেকে এর সঙ্গে জড়িয়ে দিয়েছিলেন বিয়ে স্থগিত হওয়ার কারণ। এর মধ্যেই নিজের সব পোস্ট ডিলিট করে দেন স্মৃতি, তার পরেই জল্পনা আরও বাড়ে। তবে এখন অনেকে বলছেন, বরফ কিছুটা গলেছে। স্মৃতি-পলাশ হয়তো আবার কাছাকাছি এসেছেন। আর সে জন্য কিছুটা স্বস্তিতে পলাশ!
বাংলা খবর/ছবি/খেলা/
Palash Muchhal's Public Appearance : বিয়ে স্থগিত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে পলাশ! ক্যামেরা দেখে হাসলেন, স্মৃতি মন্ধানার হবু বরের সঙ্গে বিমানবন্দরে কে?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল