Disappointed Pakistani fan aka Sarim Akhtar: ভুলে যাননি তো এই হতাশ পাকিস্তানি সমর্থককে! তিনি এখন মিউজিয়ামে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
পাকিস্তান ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ হয়ে কোমরে হাত দিয়ে গ্যালারিতে দাঁড়িয়ে ছিলেন শারিম। সেই ছবি এবার কী কাণ্ড করল জানেন!
advertisement
1/5

শারিম আখতার তাঁর নাম। তবে নামে তাঁর পরিচয় নয়। বরং একটি ছবির জন্যই তাঁকে গোটা বিশ্বের অনেকে চেনেন। হতাশ এই পাকিস্তানি সমর্থক এখন বিশ্ববিখ্যাত বটে।
advertisement
2/5
২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে তাঁর একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। প্রচণ্ড হতাশ হয়ে গ্যালারিতে দাঁড়িয়ে ছিলেন তিনি। গায়ে চেক জামা ও কালো রঙের একটি হাফ জ্যাকেট ছিল তাঁর।
advertisement
3/5
মহম্মদ শারিম আখতারের সেই ছবি নিয়ে মিম-এর বন্যা বয়েছিল। দুবছর কেটে গিয়েছে। এখনও ইন্টারনেটে মাঝেমধ্যেই দেখা যায় তাঁর ছবি। আর অবশ্যই মিম হিসাবে। সেই শারিম আখতারের ছবিটির এবার জায়গা হল মিউজিয়ামে।
advertisement
4/5
হংকংয়ের K11 মিউজিয়ামে জায়গা পেয়েছে শারিমের সেই ছবি। বিশ্বের প্রথম মিম মিউজিয়াম সেটি।
advertisement
5/5
এতদিন পর্যন্ত শারিমের ছবি নিয়ে মিম বানানো অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। স্রেফ মিম-এর ছবি হিসাবেও মিউজিয়ামে জায়গা করে নেওয়া যায়! দেখিয়ে দিলেন পাকিস্তানের এই সমর্থক। দুবছর আগে বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্সে হতাশ হয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন শারিম। সেই ছবিই ইন্টারনেট কাঁপিয়েছে।