আজ প্রথমে ব্যাট করলেই শেষ পাকিস্তান! দুপুরে ইডেনে বাবরদের বিশ্বকাপ 'ফাইনাল'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Pakistan: পাকিস্তানের আজ বিশ্বকাপ ফাইনাল। প্রথমে ব্যাট করলে বাবরদের সব শেষ!
advertisement
1/7

পাকিস্তানের বিশ্বকাপ সেমিফাইনালে খেলার আশা শেষ। এ কথা বলাই যায়। তবে সরকারিভাবে এমন কথা বলতে হলে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। Photo Courtesy: Pakistan Cricket/X
advertisement
2/7
ইডেনে সবুজ পিচই অপেক্ষা করছে বাবরদের জন্য। তবে ইংল্যান্ডকে শনিবার কম করে ৩০০ রানে হারাতে হবে বাবরদের। তার জন্য একটাই রাস্তা। টসে জিতে প্রথমে ব্যাট করে বিরাট স্কোর খাঁড়া করা। চটস হারলে সব আশা সেখানেই শেষ পাকিস্তানের। Photo Courtesy: Pakistan Cricket/X
advertisement
3/7
নেট রান রেটে অনেকটাই পিছিয়ে পাকিস্তান। সেমি-ফাইনাল খেলার স্বপ্ন তাদের আর নেই। তবুও বৃথা আশা মরিতে মরিতেও মরে না। ফলে আজ মরণ কামড় দিতে চাইবে পাকিস্তান।
advertisement
4/7
বাবরদের আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব করতে হবে। যা প্রায় অসম্ভবকে সম্ভব করার মতো ব্যাপার। প্রথমে বিরাট স্কোর খাঁড়া করা, তার পর ইংল্যান্ডকে নামমাত্র রানে শেষ করে দেওয়া! ব্যাপারটা স্বপ্নের মতো।
advertisement
5/7
সব থেকে বড় কথা পরিসংখ্যান আবার বাবরদের সঙ্গে দিচ্ছে না। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে পাকিস্তান প্রথমে ব্যাট করলেই ম্যাচ হারে।
advertisement
6/7
২০১১ সাল থেকে এখনও পর্যন্ত ১২টি একদিনের ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১১টিতেই হেরেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র একটি ম্যাচ তারা প্রথমে ব্যাট করে জিতেছে।
advertisement
7/7
২০১৯ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তান ৮ উইকেটে ৩৪৮ রান করেছিল। নটিংহ্যামে সেই ম্যাচে ৯ উইকেটে ৩৩৪ রানে আটকে যায় ইংল্যান্ড। পাকিস্তান সেই ম্যাচটা ১৪ রানে জিতেছিল।