জিম্বাবোয়ের পাকিস্তান 'বধের' পর বাঁধনহারা উচ্ছ্বাস, ৭টি ছবিতে দেখুন আবেগ ভরা সেলিব্রেশনের মুহূর্ত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
অঘটনের টি-২০ বিশ্বকাপ ২০২২। এবার সুপার ১২ রাউন্ডের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে লজ্জার হার পাকিস্তানের। মাত্র ১ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর জিম্বাবোয়ের সেলিব্রেশন মন ছুয়ে গিয়েছে সকলের।
advertisement
1/7

ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে জিম্বাবোয়ে।
advertisement
2/7
সর্বোচ্চ ৩১ রান করেন সিন উইলিয়ামস। পাকিস্তানের হয়ে ৪টি উইকেট নেন মহম্মদ ওয়াসিম ও ৩টি উইকেট নেন শাদাব খান। একটি উইকেট হ্যারিস রউফের।
advertisement
3/7
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। রুদ্ধশ্বাস লো স্কোরিং ম্যাচে শেষ ওভারে পাকিস্তানের জিততে দরকার ছিল ১১ রান।
advertisement
4/7
একটি চার মারেন ওয়াসিম। ২ বলে জেতার জন্য ৩ রান দরকার ছিল। কিন্তু নওয়াজ় আউট হয়ে গেলে ১ বলে ৩ রান করতে হত পাকিস্তানকে। শেষ বলে ২ রান নিতে গিয়ে রানআউট হন শাহিন আফ্রিদি। ১ রানে ম্যাচ হারে পাকিস্তান।
advertisement
5/7
২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৪৪ রান করেন শান মাসুদ। এছাড়া মহম্মদ নওয়াজ ২২ ও শাদাব খান ১৭ রান করেন।
advertisement
6/7
জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সিকন্দর রাজা। ১ রানে ঐতিহাসিক জয় পায় জিম্বাবোয়ে। ২টি উইকেট নেন ব্র্যাডলে নেইল ইভানস। একটি করে উইকেট নেন ব্লেসিং ও জঙ্গে।
advertisement
7/7
ঐতিহাসিক ম্যাচ জয়ের পর বাধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন জিম্বাবোয়ের ক্রিকেটাররা। পুরো মাঠ পরিক্রমা করে পুরো দল। সমর্থকদের সঙ্গেও আনন্দ ভাগ করে নেয় জিম্বাবোয়ে দল।