Haris Rauf: খুলে ফেললেন ভাল জুতো, ছেঁড়া জুতো পরে আগুন ঝরালেন রউফ, পাক পেসারের এমন করার কারণ কী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Haris Rauf: এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের তারকে পেসার হ্যারিস রউফ। সুপার ফোরের ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারকা পেসার। বোলিংয়ের পাশাপশি হ্যারিস রউফের আরও একটি বিষয় নিয়ে চলছে জোর চর্চা।
advertisement
1/6

এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের তারকে পেসার হ্যারিস রউফ। সুপার ফোরের ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারকা পেসার। বোলিংয়ের পাশাপশি হ্যারিস রউফের আরও একটি বিষয় নিয়ে চলছে জোর চর্চা।
advertisement
2/6
বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে যে জুতো পরে বোলিং করছিলেন তা পরিবর্তন করেন হ্যারিস রউফ। কিন্তু যে পরিবর্তন করে যে জুতো পরলেন হ্যারিস রউফ তার বাঁ পায়ের বুড়ো আঙুলের জায়গা ছেঁড়া দেখা যায়।
advertisement
3/6
এই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। সকলেই চর্চা শুরু করে দেন কেন ভাল জুতো খুলে ছেঁড়া জুতো পরে বোলিং করলেন হ্যারিস রউফ। এমনকী ভালো জুতের পরিবর্তে ছেঁড়া জুতো পরার পর অনেক বেশি ছন্দে পাওয়া যায় পাক পেসারকে।
advertisement
4/6
তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এর কারণ অন্য। নিজেকে চোটমুক্ত রাখতেই পুরনো ছেঁড়া জুতো পরে বোলিং করেন হ্যারিস রউফ। কারণ, ডান হাতি পেসার ল্যান্ডিং করে সময় বাঁ পায়ের উপর বেশি প্রেশার পড়ে। অনেক সময় পা স্লাইডও করে যায়।
advertisement
5/6
পা স্লাইড করলে বাঁ পায়ের বুড়ো আঙুলে চোট লাগার সম্ভাবনা, এমনকী নখ উঠে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই সেই জায়গাটা হাল্কা রাখতে পারলে চোট লাগার সম্ভাবনা অনেক কম থাকে। তাই বাঁ পায়ের বুড়ো আঙুলের জায়গাটা কাটিয়ে নেন অনেক ডান হাতি পেসার।
advertisement
6/6
বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় প্রথমে নতুন জুতো পরে বোলিং করছিলেন। ফলে তা হয়তো নিজের সুবিধা মত কাটানোর সুযোগ হয়নি। তাই তড়িঘড়ি পুরনো জুতো ড্রেসিং রুম থেকে আনিয়ে নেন হ্যারিস রউফ।