TRENDING:

Pakistan Cricket Team In Kolkata: বিরিয়ানি খাওয়ার পর এবার শপিং মলে কেনাকাটা করার আবদার পাক দলের, তারপর যা হল

Last Updated:
Pakistan Cricket Team In Kolkata: কলকাতা পৌঁছে প্রথম দিনেই অনলাইনে অর্ডার দিয়ে বিরিয়ানি খেয়েছে পাকিস্তান দল, এবার তারা আবদার করল শপিংয়ে যাওয়ার৷  কলকাতায় এসে শপিংমলে যাওয়ার অনুমতি পেল না পাকিস্তান ক্রিকেট দল।
advertisement
1/5
বিরিয়ানি খাওয়ার পর এবার শপিং মলে কেনাকাটা করার আবদার পাক দলের, তারপর
: কলকাতা পৌঁছে প্রথম দিনেই অনলাইনে অর্ডার দিয়ে বিরিয়ানি খেয়েছে পাকিস্তান দল, এবার তারা আবদার করল শপিংয়ে যাওয়ার৷  কলকাতায় এসে শপিংমলে যাওয়ার অনুমতি পেল না পাকিস্তান ক্রিকেট দল। কয়েকজন পাকিস্তান ক্রিকেটার শপিংয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সকাল ১১ টার সময়।
advertisement
2/5
কিন্তু নিরাপত্তার খাতিরে কোনও ক্রিকেটারকে ছাড়া হচ্ছে না। তাই যে ক্রিকেটাররা কোয়েস্ট মলে কেনাকাটা করতে যেতে চেয়েছিলেন তাতে পারমিশন পাননি৷ তাঁদের JW ম্যারিয়টের  চোদ্দ তলায় থাকছে পাকিস্তান দল। সেখানে কোনও বাইরের কেউ ঢুকতে পারছে না।
advertisement
3/5
ক্রিকেটারদের খাওয়ার জন্য নির্দিষ্ট লাউঞ্চের ব্যবস্থা রয়েছে সেখানে শুধুমাত্র দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন। হোটেলে দ্বি-স্তরীয় নিরাপত্তা রয়েছে। বাবরদের নিরাপত্তার জন্য ৬ জন স্পেশাল ব্রাঞ্চ এর স্পেশাল ব্রাঞ্চ পুলিশ কর্মী আলাদা করে হোটেলের রুম নিয়ে থাকছেন।
advertisement
4/5
এদিকে একদিকে যেমন কেনাকাটার করার জন্য আবেদন করেছিল পাক দল, ঠিক তেমনিই আজকে অর্থাৎ রবিবার অনুশীলন করতে চেয়েছিলেন চার পাঁচ জন ক্রিকেটার৷ পাশাপাশি চারজন বাঁহাতি স্পিনার ও চারজন পেসারকে চেয়েছিলেন নেটে বোলিংয়ের জন্য।
advertisement
5/5
তবে ইডেনের অনুশীলন বাতিল করে হোটেলেই মহড়া পাক দলের। শেষ তিন ম্যাচ জিতলে সেমিফাইনালে রাস্তা খোলা রয়েছে এখনও পাকিস্তানের সামনে। তবে সে ক্ষেত্রে বাকি দলগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। তাই অতিরিক্ত না ভেবে শেষ তিন ম্যাচ জিততে মরিয়া পাকিস্তান ক্রিকেট দল। Input- Eron Roy Burman
বাংলা খবর/ছবি/খেলা/
Pakistan Cricket Team In Kolkata: বিরিয়ানি খাওয়ার পর এবার শপিং মলে কেনাকাটা করার আবদার পাক দলের, তারপর যা হল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল