Inzamam Ul Haq Did Not Suffer heart Attack: 'কে বলল আমার হার্ট অ্যাটাক হয়েছে!' হাসপাতাল থেকে ফিরে অবাক ইনজামাম
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Inzamam Ul Haq: তাঁর নাকি হার্ট অ্যাটাক হয়েছে। বাড়ি ফিরে এমন খবর শুনে আঁতকে উঠলেন ইনজামাম উল হক।
advertisement
1/5

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হকের হার্ট অ্যাটাক হয়েছে। এমন খবরে চমকে উঠেছিল গোটা দুনিয়া। ইনজি কিন্তু নিজের ব্যাপারে এই খবর শুনে আঁতকে উঠেছেন।
advertisement
2/5
বিশ্বের বেশিরভাগ দেশের মিডিয়া ইনজির হার্ট অ্যাটাকের খবর প্রকাশ করে। এমনকী পাকিস্তানের সংবাদমাধ্যমেও ইনজামামের হার্ট অ্যাটাকের খবর প্রকাশ পায়। শুভাকাঙ্ক্ষীরা ইনজির দ্রুত আরোগ্য কামনা করেন।
advertisement
3/5
এদিকে, ইনজামাম বলছেন, কে বলল আমার হার্ট অ্যাটাক হয়েছে! আমার তো হার্ট অ্যাটাক হয়নি। যে খবর বেরিয়েছে সেটা সত্যি নয় একেবারেই।
advertisement
4/5
হাসপাতাল থেকে বাড়ি ফিরে ইনজি নিজের ইউ টিউভ চ্যানেলে বলেছেন, আমার হার্ট অ্যাটাকের খবর সত্যি নয়। আমার পেটে ব্যথা ছিল। তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। রুটিন চেক আপ করাতে।
advertisement
5/5
তা হলে অ্যাঞ্জিওপ্লাস্টির খবরও কি সত্যি নয়! ইনজি বলেছেন, আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। কারণ রুটিন চেক-আপে ডাক্তাররা আমার হার্টে ব্লক দেখেন। তাই স্টেন্ট বসাতে হয়। তবে আমার হার্ট অ্যাটাক হয়নি। আমি ১২ ঘণ্টা হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছি।