TRENDING:

Pakistan Cricketer's Wife Age Gap: ‘বুড়ো বরের কচি বউ’, পাকিস্তানি ক্রিকেটে দুই তারকার বউ তাদের থেকে ১৭ বছরের ছোট, রইল ফটো

Last Updated:
Pakistan Cricketer's Wife Age Gap: ছোট মানে অনেকটাই বয়সে ছোট স্ত্রী
advertisement
1/10
‘বুড়ো বরের কচি বউ’, পাকিস্তানি ক্রিকেটে দুই তারকার বউ তাদের থেকে ১৭ বছরের ছোট
Pakistan Cricketer's Wife Age Gap: পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে অনেক কথা হয়৷ এই কথায় যেমন তাঁদের পারফরম্যান্স, লুক নিয়েও অনেক কথা হয়৷ অনেক সময় আবার তাঁদের স্ত্রীদের নিয়েও নজর থাকে৷ কথা হয় তাঁদের নিয়েও৷ তবে জানেন কি একাধিক তারকার স্ত্রী তাঁদের চেয়ে  বয়সে অনেক অনেক ছোট৷
advertisement
2/10
তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ওয়াসিম আক্রম, শোয়েব আখতারের মতো তারকারা৷ দুই স্পিডস্টারই নিজেদের বোলিং অস্ত্রে শান দেন৷ অসংখ্য রমণী হৃদয়ে দোলা দেন এই দুই তারকা৷ বয়স যা খুশি হোক না কেন দেশের গণ্ডি ছাড়িয়ে তাঁর মহিলা ফ্যান বেস রয়েছে৷
advertisement
3/10
ওয়াসিম আক্রমের প্রথমা স্ত্রী ছিলেন হুমা মুফতি৷ তিনি পাকিস্তান ক্রিকেট দলের সাইকোলজিস্ট কনসালটেন্ট ছিলেন৷ তিনি মাত্র ৪২ বছর বয়সে মারা যান৷ ২০০৯ সালে ওয়াসিমের প্রথম স্ত্রী মারা যান৷
advertisement
4/10
এরপর ২০১৩ সালে ফের বিয়ে করেন ওয়াসিম আক্রম৷ তাঁর স্ত্রীয়ের নাম শানিহা থম্পসন৷ তিনি ওয়াসিমের চেয়ে ১৭ বছরের ছোট৷
advertisement
5/10
পাকিস্তানের আরেক বোলিং তারকা শোয়েব আখতার৷ তিনি ৩৯ বছর বয়সে বিয়ে করেন৷ তাঁর স্ত্রীয়ের নাম রুবাব খান৷
advertisement
6/10
শোয়েবের স্ত্রী রুবাব খান তাঁর স্বামীর চেয়ে ১৭ বছরের ছোট৷ ২০১৪ তে তাঁরা পরিবারের উপস্থিতিতে এই বিয়ে হয়েছিল৷
advertisement
7/10
অনিল কুম্বলে এবং তাঁর স্ত্রী চেতনার মধ্যেও বয়সের গ্যাপ অনেকটা রয়েছে৷ কুম্বলে তাঁর স্ত্রীয়ের চেয়ে ৭ বছরের বড়৷
advertisement
8/10
মহম্মদ শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহান এখন আর থাকেন না৷ কিন্তু ১০ বছরের ছোট বোলারকে বিয়ে করেছিলেন হাসিন জাহান৷ অর্থাৎ মহম্মদ শামির চেয়ে তিনি ১০ বছরের বড়৷
advertisement
9/10
রবিন উত্থাপ্পার স্ত্রী শীতল গৌতম তাঁর স্বামীর চেয়ে বয়সে ৪ বছরের বড়৷
advertisement
10/10
১৯৯৫ সালে সচিন আর অঞ্জলির যখন বিয়ে হয়েছিল তখন তাঁর স্ত্রী অঞ্জলি তাঁর চেয়ে ৬ বছরের বড় ছিলেন৷ সেই সময়ে সাধারণত কারোরই স্ত্রী বয়সে বড় ছিলেন না৷
বাংলা খবর/ছবি/খেলা/
Pakistan Cricketer's Wife Age Gap: ‘বুড়ো বরের কচি বউ’, পাকিস্তানি ক্রিকেটে দুই তারকার বউ তাদের থেকে ১৭ বছরের ছোট, রইল ফটো
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল