TRENDING:

Pakistan Cricket News: মুখ কালো করে ভারত থেকে ফিরল পাকিস্তান, দেশে ফিরতেই তারকার পদত্যাগ

Last Updated:
Pakistan Cricket News: পাকিস্তান ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-র সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে এবং  আইসিসি বিশ্বকাপ টেবিলের পঞ্চম স্থানে শেষ করেছে৷
advertisement
1/5
মুখ কালো করে ভারত থেকে ফিরল পাকিস্তান, দেশে ফিরতেই তারকার পদত্যাগ
: এবারের বিশ্বকাপে একেবারেই স্বকীয় ফর্মের ধারেকাছে দেখা যায়নি পাকিস্তানকে। ধারবাহিকতার অভাব, তারকা পারফরমারদের ফর্মহীণতা সবকিছুই ভুগিয়েছে পাকিস্তানকে।  দেশে এভাবে ফিরতেই শুরু হয়ে গেল পাকিস্তানের চেনা খেলা।  পাকিস্তান দলের বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মরনি মর্কেল। সোমবার পিসিবি এই ঘোষণা করেছে। Photo- AP 
advertisement
2/5
দক্ষিণ আফ্রিকার এই তারকা বোলার এই বছরের জুনে ৬ মাসের চুক্তিতে পাকিস্তান দলে যোগ দিয়েছিলেন, তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। Photo- AP 
advertisement
3/5
পাকিস্তান ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-র সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে এবং  আইসিসি বিশ্বকাপ টেবিলের পঞ্চম স্থানে শেষ করেছে৷ ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের কাছে হেরেছিল বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা৷ এছাড়াও আফগানিস্তানের কাছেও লজ্জাজনক ভাবে হেরে গিয়েছিল৷ Photo- AP 
advertisement
4/5
পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও মরনি মর্কেলের বদলি কোনও নাম  ঘোষণা করেনি।
advertisement
5/5
বিশ্বকাপের পর পাকিস্তান পরবর্তী সিরিজ ৩ ম্যাচের টেস্ট সিরিজ৷ সেখানে তারা  অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে৷ যা ১৪ ডিসেম্বর ২০২৩ থেকে ৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অস্ট্রেলিয়ায় খেলা হবে। Photo- AP 
বাংলা খবর/ছবি/খেলা/
Pakistan Cricket News: মুখ কালো করে ভারত থেকে ফিরল পাকিস্তান, দেশে ফিরতেই তারকার পদত্যাগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল