T20 World Cup 2026: বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে কোণঠাসা হতেই নাটক পাকিস্তানের! বিশ্বকাপ খেলা নিয়ে বিরাট মন্তব্য PCB চেয়ারম্যানের
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
T20 World Cup 2026: বিশ্ব ক্রিকেটে কোণঠাসা বাংলাদেশ এবং পাকিস্তান, চাপে পড়ে নতুন নাটক শুরু করল পাকিস্তান। বন্ধু বাংলাদেশ বাদ পড়তেই ঘোলা জলে মাছ ধরতে শুরু করলেন পিসিবির চেয়ারম্যান তথা এশিয়া কাপের ট্রফি কেলেঙ্কারির মাথা মহসিন নকভি।
advertisement
1/5

বিশ্ব ক্রিকেটে কোণঠাসা বাংলাদেশ এবং পাকিস্তান, চাপে পড়ে নতুন নাটক শুরু করল পাকিস্তান। বন্ধু বাংলাদেশ বাদ পড়তেই ঘোলা জলে মাছ ধরতে শুরু করলেন পিসিবির চেয়ারম্যান তথা এশিয়া কাপের ট্রফি কেলেঙ্কারির মাথা মহসিন নকভি।
advertisement
2/5
বিশ্বকাপের ১৪ দিন আগে এবার নতুন নাটক শুরু পাকিস্তানের। হঠাৎ কোনও কারণ ছাড়াই বিশ্বকাপে খেলা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কোর্টে বল ঠেললেন পিসিবি প্রধান।
advertisement
3/5
মহসিন নকভি বলেন, "আমরা টি২০ বিশ্বকাপ খেলব কি না সেটা ঠিক করবে সরকার। আমাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে। তিনি ফিরে এলে আমরা তাঁর থেকে পরামর্শ নেব। সরকারের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হবে। আইসিসির পছন্দ না হলে অন্য দলকে ডেকে নিতে পারে"।
advertisement
4/5
বাংলাদেশ প্রসঙ্গে পিসিবির চেয়ারম্যান বলেন, "বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার, আর ওদের এই কেসে অন্যায় ভাবে ট্রিট করা হয়েছে। এটা আমি বুধবারের মিটিংয়েও বলেছি, আর ওদের সিদ্ধান্তের পিছনে অনেক কারণ আছে, যেগুলো আমি পরিস্থিতি এলে বলব"।
advertisement
5/5
প্রসঙ্গত, ভারত থেকে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সরানোর সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ-সহ ১৬ দেশের ভোটাভুটিতে পাকিস্তান ছাড়া বাংলাদেশের পাশে কোনও দেশই দাঁড়ায়নি। তাই বাদ পড়তে হয়েছে বাংলাদেশকে। পাকিস্তানের নতুন নাটকের জেরে বিশ্বকাপ আরও কত বিপদের সম্মুখীন হয় সেটাই দেখার।