কলকাতায় বিয়ের বাজার করলেন পাকিস্তানের ক্যাপ্টেন! বাবরের কীর্তি চমকে দেবে
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Babar Azam: কলকাতায় বিয়ের শপিং বাবর আজমের। শেরওয়ানি, গয়না কেনাকাটা হল।
advertisement
1/6

সমালোচনায় জেরবার অবস্থা তাঁর। শোনা যাচ্ছে, দেশে ফিরলেই নাকি তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে টানাটানি শুরু হবে। দুঃসময়ে বাবর আজম। তাই বলে বিয়ের শপিং তো বন্ধ থাকতে পারে না!
advertisement
2/6
পাকিস্তানের ক্যাপ্টেন কি না শেষমেশ বিয়ের বাজার করলেন কলকাতা থেকে! বাবরের কাণ্ড শুনে আপনিও অবাক হতে পারেন।
advertisement
3/6
জানা গিয়েছে, বাবর আজম শহরের এক নামী জুয়েলারি প্রস্তুতকারক সংস্থার থেকে কয়েক লাখ টাকার বিয়ের গয়না কিনেছেন।
advertisement
4/6
বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে বাবর নাকি সাত লাখ টাকার শেরওয়ানিও কিনে ফেলেছেন। সেটি ডিজাইনার শেরওয়ানি।
advertisement
5/6
এবার বিশ্বকাপে পাকিস্তানেক ভরাডুবির জন্য অনেকেই বাবরকে দায়ী করেছেন। বাবর আর তাঁর দলবল ভারতে বিরিয়ানি খাওয়া নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন।
advertisement
6/6
জানা গিয়েছে, কয়েকদিন বাদেই বাবরের বিয়ে। তাঁর পরিবারের লোকজন তা নিয়ে তোড়জোর শুরু করে দিয়েছে। ফলে বিশ্বকাপের ফাঁকে বিয়ের বাজারটাও সেরে রাখলেন পাক অধিনায়ক।