Mohammad Rizwan Tweet For Mohammed Shami: 'নিজের দেশের তারকাকে সম্মান করুন', শামির পাশে ভারত-পাক ম্যাচের নায়ক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Rizwan Supports Mohammed Shami: 'মহম্মদ শামি আপনাদের দেশেরই তারকা, বিশ্বের অন্যতম সেরা বোলার।' পাক তারকা আর কী লিখলেন!
advertisement
1/5

নিজের দেশেই হাজারো কটুক্তি শুনতে হচ্ছে মহম্মদ শামিকে। এমনকী দেশদ্রোহী, গদ্দারের মতো শব্দও হজম করতে হচ্ছে ভারতীয় পেসারকে। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছে ভারতীয় দল। কিছু সমর্থক এমন হাবভাব করছেন, যেন শামির জন্যই ম্যাচটা হেরেছে টিম ইন্ডিয়া।
advertisement
2/5
এবার শামির পাশে দাঁড়ালেন ভারত-পাক ম্যাচের নায়ক মহম্মদ রিজওয়ান। তিনি শামির সমর্থনে একটি টুইট করেছেন। শামিকে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসাবে দাবি করেছেন তিনি। ভারতীয় সমর্থকদের কাছে আর্জি জানিয়েথছেন, শামিকে যেন প্রাপ্য সম্মান দেওয়া হয়।
advertisement
3/5
পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩.৫ ওভারে ৪৩ রান দিয়েছেন শামি। তার পর থেকেই শামিকে ক্রমাগত আক্রমণ করছে গুটিকয়েক উগ্র সমর্থক। এবার শামির সমর্থনে এগিয়ে এলেন পাকিস্তানি তারকা রিজওয়ান। ভারতের বিরুদ্ধে অসাদধারণ ইনিংস খেলে তিনি এখন পাকিস্তানে রাতারাতি নায়ক হয়ে গিয়েছেন।
advertisement
4/5
ভারতের বিরুদ্ধে ৫৫ বলে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন রিজওয়ান। তাঁকে সেদিন যোগ্য সঙ্গত দিয়েছিলেন বাবর আজম। তিনি ৫২ বলে ৬৮ করেছিলেন। এই দুই পাক ব্যাটার গত রবিবার ভারতীয় বোলারদের দুরমুশ করেন। শামি, বুমরাহ, ভুবি, বরুণ- কেউই তাঁদের আউট করতে পারেননি।
advertisement
5/5
পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল হারার পর আশ্চর্যজনকভাবে কিছু সমর্থকের যাবতীয় রাগ গিয়ে পড়ে শামির উপর। তারা সোস্যাল মিডিয়ায় শামির ব্যাপারে আজেবাজে কথা বলতে থাকেন। তবে শামির সমর্থনে এগিয়ে এসেছেন ভারতীয় ক্রিকেটের অনেক তারকা।