TRENDING:

Ravi Kumar In U-19 WC Final: বিশ্বকাপ ফাইনালেও গেমচেঞ্জার বাংলার রবি কুমার, তুলে নিলেন 'আসল' উইকেট

Last Updated:
Ravi Kumar In U19 WC Final: চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রবি কুমারের ইকোনমি রেট সব থেকে কম। টুর্নামেন্টে সেরা বোলিং করেছেন বাংলার পেসার।
advertisement
1/5
বিশ্বকাপ ফাইনালেও গেমচেঞ্জার বাংলার রবি কুমার, তুলে নিলেন 'আসল' উইকেট
বিশ্বকাপ ফাইনালেও বাংলার পেসার রবি কুমারের দাপট অব্যাহত। প্রথম স্পেলেই দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ডের দুই ব্যাটারকে আউট করেন রবি। তাঁদের মধ্যে একজন ইংল্যান্ডের ক্যাপ্টেন টম প্রেস্ট। শুরু থেকেই ইংল্যান্ডের উপর চাপ বজায় রাখেন বাংলার পেসার।
advertisement
2/5
৯১ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে ১৮৯। আর ইংল্যান্ডের এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মূল যোদ্ধা জেমস রিউ। তিনি করলেন ৯৫। তবে শেষমেশ জেমস রিউও আউট হলেন রবি কুমারের বলে।
advertisement
3/5
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধেও শুরুতেই দুরন্ত স্পেল করেছিলেন রবি কুমার। ভারতীয় সিনিয়র দলে বহুদিন ধরেই ভাল মানের বাঁ-হাতি পেসারের দেখা নেই। অনেকে বলছেন, রবি কুমার সেই অভাব পূরণ করতে পারেন। অনেকে আবার বলছেন, এখনই এমনটা বলা ঠিক হবে না। কারণ অনূর্ধ্ব-১৯-এর অনেক তারকাই শেষমেশ হারিয়ে যান।
advertisement
4/5
চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে রবি কুমারের ইকোনমি রেট দেখলেই বোঝা যাবে, কী অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি! একের পর এক ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। শুরুতে উইকেট তুলেছেন, রান দিয়েছেন কম। তাঁর অফ কাটার খেলতে হিমশিম খেয়েছেন বিপক্ষ দলের ব্যাটাররা। পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে সাড়ে চার ইকোনমি রেট ছিল রবি কুমারের। টুর্নামেন্টে তিনিই সেরা বোলিং করেছেন, এটা বলাই যায়।
advertisement
5/5
বাঁ-হাতি পেসার হিসাবে জাহির খান, ইরফান পাঠানের পর তাঁকে সিনিয়র দলে ভাবতে শুরু করেছেন অনেকে। রবি নিজে কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে চাইছেন। বিশ্বকাপের পরই তাঁকে হয়তো দেখা যাবে রনজি ট্রফিতে। বাংলার হয়ে। অর্থাত্ আবার ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করে কোহলিদের দলে জায়গা দখলের দাবি করতে পারেন তিনি।
বাংলা খবর/ছবি/খেলা/
Ravi Kumar In U-19 WC Final: বিশ্বকাপ ফাইনালেও গেমচেঞ্জার বাংলার রবি কুমার, তুলে নিলেন 'আসল' উইকেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল