আন্দ্রে রাসেলের স্ত্রী জেসিম লোরা আগুন ধরালেন সোশাল মিডিয়ায়, এক ক্লিকেই সৌন্দর্য দর্শন করুন
Last Updated:
advertisement
1/13

ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে আন্দ্রে রাসেলের স্ত্রী জসিম লোরা ৷ তিনি একজন সুপার মডেল ৷ জেসিম সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ৷ একেপ পর এক ছবি ইমস্টাগ্রামে পোস্ট করেছেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/13
জেসিম লোরা একজন সুপার মডেল তিনি সর্বত্রই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে থাকেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/13
জেসিম লোরা বহুদিন রাসেলের সঙ্গে ডেট করেছেন ৷ তারপরে ২০১৪ তাঁদের পাকাদেখা হয়েছিল আর ২০১৬ সালে ৪ হাত এক হয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/13
আন্দ্রে রাসেল জামাইকার বাসিন্দা ৷ তাঁর স্ত্রী ডোমিনিক্যান রিপাবলিকের বাসিন্দা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/13
জেসিমের উচ্চতা ৫'৮", ওজন ৬০ কিলো ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/13
এমনিতেই ক্রিকেটারদের সুন্দরী গার্লফ্রেন্ড ও স্ত্রীর তালিকায় বেশ উপরের দিকেই আছেন তিনি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/13
অনেক সময়েই জেসিম রাসেলের সঙ্গে ঘুরে বেড়িয়ে থাকেন ৷ আইপিএল ৯ এ তিনি কেকেআর এর চিয়ার লিডার হয়েছিলেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/13
জেসিম লোরার চোখ বাদামী রঙের ৷ চুলের রঙও তাই ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
9/13
ফিটনেসে জেসিম রাসেলের থেকে কোনও অংশে কম নয় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
10/13
রাসেলের মতই তাঁরও সেলফি শখ আছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
11/13
জেসিম লোরার স্বামী আন্দ্রে রাসেল সব টি ২০ প্রতিযোগিতায় খেলেন ৷ তাই স্বামীর সঙ্গে তিনি সব জায়গায় ঘুরে বেড়ান ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
12/13
জেসিম লোরা ফিটনেসেও তুখোর নিয়মিত জিম করেন তিনি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
13/13
ডান্সেও বিশেষ পারদর্শী জেসিম লোরা, রাসেলও ভাল ডান্স করতে পারেন ৷ ছবি সংগৃহীত ৷