TRENDING:

টালির চালের মাটির বাড়ি, জলের ভরসা টিউবওয়েল! ভারতীয় হকি দলের অগ্নিকন্যার বাড়ির করুণ ছবি

Last Updated:
রোজের লড়াই করে আজ তিনি দেশকে গর্বিত করেছেন, কিন্তু এখনও তাঁর বাড়ির এ কী করুণ অবস্থা, রইল ছবি৷
advertisement
1/4
টালির চালের বাড়ি, টিউবওয়েলের জল!ভারতীয় হকি দলের অগ্নিকন্যার বাড়ির করুণ ছবি
#রাঁচি: ঝাড়খণ্ডের (Jharkhand) সিমডেগা জেলাকে হকির নার্সারি বলা ভুল হবে না৷ দেশের একাধিক হকি খেলোয়াড় এখান থেকেই তৈরি হয়ে বৃহত্তর ও আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন৷ কড়া প্রস্তুতি করে আন্তর্জাতিক মঞ্চের জন্য তৈরি হয়েছেন এই প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা৷ তবে অলিম্পিক্স (Tokyo Olympics) মঞ্চের জন্য এই প্রথম এখান থেকে কোনও মহিলা হকি খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি হলেন সলিমা টেটে (Salima Tete)৷ অলিম্পিক গেমসের ভারতের মেয়েরা এবার ইতিহাস তৈরি করেছেন৷ এই প্রথম তাঁরা সেমিফাইনালে উঠেছেন৷ তবে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছে৷
advertisement
2/4
সলিমা টেটে সিমডেগা জেলার সদর প্রখণ্ডের অন্তর্গত বড়কি ছাপ গ্রামের বাসিন্দা৷ তাঁর মায়ের নাম সুভানি টেটে, আর বাবার নাম সুলক্ষণ টেটে৷ সলিমার বাবা হকির খুব ভালো খেলোয়াড় ছিলেন৷ ফলে ছোট থেকেই তিনি বাড়িতে হকির পরিবেশ দেখেছেন৷ সলিমা কিন্তু সলিমার বাড়ির অবস্থা দেখলে চোখে জল আসবে৷ অলিম্পিক্সের আগে অবধি সলিমার বাড়িতে টেলিভিশনও ছিল না৷
advertisement
3/4
সলিমার নির্বাচন মহিলা হকি দলে হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করতে বহু মানুষ সেখানে পৌঁছন৷ তারপরেই তাঁর বাড়ির করুণ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর টালির চালের মাটির বাড়ির ছবি ভাইরাল হওয়ার পর প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে তাঁর বাড়িতে টেলিভিশন, ডিটুএইচ এবং জেনরেটরের ব্যবস্থা করিয়ে দেন৷
advertisement
4/4
সলিমার বাবা লঠ্ঠাখমহন হকি প্রতিযোগিতায় খেলেন ও জেতেন তিনি ছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়৷ হকি সিমডেগা -র অধ্যক্ষ সলিমাকে হকি খেলতে দেখেন এবং তাঁকে আবাসিক ট্রায়ালে ডাকেন৷ সেখান থেকে ২০১৩ তে তাঁকে আবসিক সেন্টারের জন্য নির্বাচন করা হয়৷ নিজের দারুণ পারফরম্যান্সের জন্য তিনি রাঁচিতে আয়োজিত এসজিএফআই রাষ্ট্রীয় বিদ্যালয় হকি প্রতিযোগিতা-র জন্য ঝাড়খণ্ড দলে নির্বাচিত হন৷ ২০১৬ সালে সলিমা জুনিয়র ভারতীয় মহিলা হকি দলের জন্য নির্বাচিত হয়েছেন৷ ২০১৮ ইয়ুথ অলিম্পিক্সে তিনি দলের অধিনায়ক ছিলেন৷ সেখানে তাঁরা রুপো পান৷ ২০১৯ তাঁর নির্বাচন সিনিয়র দলের জন্য হয়৷ তারপর সেখান থেকেই অলিম্পিক্সের জন্য নির্বাচিত হন তিনি৷
বাংলা খবর/ছবি/খেলা/
টালির চালের মাটির বাড়ি, জলের ভরসা টিউবওয়েল! ভারতীয় হকি দলের অগ্নিকন্যার বাড়ির করুণ ছবি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল