TRENDING:

পারফরম্যান্সের আগেই ‘এই’ ভাবে যৌনতা, সিক্রেট আউট অলিম্পিক্সের ৩বারের সোনা জয়ীর

Last Updated:
পারফরম্যান্সের আগে যৌনতায় তালা , নাকি শরীরি মিলন, কোনটা ঠিক, কোনটা ভুল তিনবারের সোনাজয়ী রাখঢাক না রেখে বলে দিলেন সব...
advertisement
1/6
পারফরম্যান্সের আগেই ‘এই’ ভাবে যৌনতা, সিক্রেট আউট অলিম্পিক্সের ৩বারের সোনা জয়ীর
তিনটি অলিম্পিক্সে তিনটি সোনা-রাশিয়ান সুন্দরী এলা শিশকিনা নিজের পারফরম্যান্স ধরে রাখার সিক্রেট কোনওরকম রাখঢাক না করেই একেবারে হাটে হাঁড়ি ভাঙলেন৷ টোকিও ২০২০ অলিম্পিক্সে (Tokyo Games 2020 ) তাঁর সোনা জয়ের পর এক সাক্ষাৎকারে জানিয়েছেন পারফরম্যান্সের ঠিক আগে যৌন মিলন অসম্ভব শক্তি উৎপাদন করে সারা শরীরে৷ তিনি এই দাবির বিজ্ঞানভিত্তিক কারণও একেবারে খুঁটিয়ে বলেছেন৷ তাঁর মতে সেক্স ও পারফরম্যান্স অঙ্গাঅঙ্গীভাবে যুক্ত৷ Photo Courtesy- Instagram/Alla Shishkina
advertisement
2/6
তিনি সরাসরি জানিয়েছেন যৌনতা থেকে বিরত থাকলে টেস্টোস্টেরন (testosterone) বৃদ্ধি পায় যা খেলোয়াড়দের আগ্রাসী মনোভাব (aggression) আনতে সাহায্য করে৷ কিন্তু যাঁরা মাসল স্ট্রেংথ চায় তারা যদি অর্গাজম (orgasm) ছাড়া যৌনতা (Sex) করা হয় তাহলে তা খুবই ফলপ্রসূ হয় পারফরম্যান্সের ক্ষেত্রে৷ যদি কেউ অবশ্য আগ্রাসনের ভিত্তিতেই সেরা পারফরম্যান্স দিতে চান তাঁদের জন্য সেক্স নৈব নৈব চ৷ Photo Courtesy- Instagram/Alla Shishkina
advertisement
3/6
তিনি সিনক্রোনাইজড সুইমিং (synchronised swimming) থেকে লন্ডন (2012 London Olympics), রিও (2016 Rio Olympics) এবং টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছেন৷ পুলের উপযোগী শরীর নিয়েও প্রচলিত মিথ ভেঙে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন সুন্দরী৷Photo Courtesy- Instagram/Alla Shishkina
advertisement
4/6
তিনি বলেছেন প্রচলিত ধারণা বক্ষদেশ মেয়েদের ভেসে থাকতে সুবিধা দেয়৷ তাঁর মতে এটা একেবারেই একটি ভ্রান্ত ধারণা৷ বড় বক্ষদেশের কারণে ট্রেনিং করা খুব কঠিন হয়ে যায়৷ Photo Courtesy- Instagram/Alla Shishkina
advertisement
5/6
তবে মহিলা সাঁতারুদের অস্ত্রোপচারের বিরুদ্ধে মত দিয়েছেন এনা৷ তিনি বলেছেন অস্ত্রোপচার জটিল এবং ব্যয়বহুল তা স্তনের সাইজ এভাবে পরিবর্তন করা জরুরি নয়৷ পাশাপাশি ম্যামারি গ্ল্যান্ডের অপারেশন যেরকম দেখতে লাগে সবসময় সেইরকম সুবিধা দেয় না বলেই তাঁর মত৷ Photo Courtesy- Instagram/Alla Shishkina
advertisement
6/6
তাঁর মতে চিকিৎসক ও বিজ্ঞানীরাও পারফরম্যান্সের সঙ্গে যৌনতার এইরকম পজিটিভ সম্পর্ক একাধিকক্ষেত্রে তুলে ধরেন৷ Photo Courtesy- Instagram/Alla Shishkina
বাংলা খবর/ছবি/খেলা/
পারফরম্যান্সের আগেই ‘এই’ ভাবে যৌনতা, সিক্রেট আউট অলিম্পিক্সের ৩বারের সোনা জয়ীর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল