Sushil Kumar: মুখে হাসি খুনে অভিযুক্ত সুশীল কুমারের, পাশে মাস্কহীন পুলিশের ফটোসেশন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
তিনি এখন বিচারাধীন বন্দি। আর এমন বন্দির সঙ্গে কি হাসিমুখে মাস্ক ছাড়া ফটো বা সেলফি তুলতে পারেন পুলিশকর্মীরা!
advertisement
1/5

তাঁর মুখে চওড়া হাসি। দেখে মনে হবে, গত কয়েকদিনে তাঁর সঙ্গে কিছুই তেমন হয়নি। বেশ ফ্রেশ লাগে তাঁকে। খুনে অভিযুক্ত সুশীল কুমার হাসিমুখেই ছবি তুললেন পুলিশকর্মীদের সঙ্গে। আর পুলিশকর্মীরা হাতের নাগালে অলিম্পিকে পদকজয়ীকে পেয়ে করোনার আবহেও মাস্ক পরতেই ভুলে গেলেন।
advertisement
2/5
সাগর রানা নামের এক কুস্তিগীরকে খুনের অভিযোগ রয়েছে দেশের অন্যতম সেরা কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে। বেশ কিছুদিন পালিয়ে এদিক-ওদিক লুকিয়ে ছিলেন সুশীল। শেষ পর্যন্ত দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা চলছে।
advertisement
3/5
সুশীলের বিরুদ্ধে খুনের মামলায় তদন্তে নেমে পুলিশ একের পর এক তথ্য হাতে পেয়েছে। অন্ধকার জগতের সঙ্গে সুশীলের গভীর যোগাযোগ ছিল, এমনও প্রমাণও হাতে পেয়েছে পুলিশ। খুনের মামলায় সুশীল এখন আষ্টেপৃষ্টে জড়িয়ে। তবে এসবের মাঝেই মাস্কহীন পুলিশশকর্মীদের সঙ্গে তাঁর ফটোসেশন নতুন করে বিতর্ক তৈরি করল।
advertisement
4/5
মান্ডোলি থেকে তিহার জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সুশীলকে। সেই সময় পুলিশ ভ্যানের সামনে সুশীলের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন একাধিক পুলিশকর্মী। তাঁদের কারও মুখেই মাস্ক ছিল না। মাস্ক পরেননি সুশীলও।
advertisement
5/5
জেলে ফ্রেশ ডায়েট ও অনুশীলন করার অনুমতি চেয়েছিলেন সুশীল। আদালত তাঁর সেই আবেদন খারিজ করেছে। তিনি এখন বিচারাধীন বন্দি। আর এমন বন্দির সঙ্গে কি হাসিমুখে মাস্ক ছাড়া ফটো বা সেলফি তুলতে পারেন পুলিশকর্মীরা! সে যতই তিনি দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ হোন না কেন! প্রশ্ন উঠছে।