TRENDING:

Sushil Kumar: দুষ্কৃতি-যোগ! জেলেই খুনের হুমকি পাচ্ছেন সুশীল কুমার

Last Updated:
সুশীল কুমারের সঙ্গে দুষ্কৃতিদের যোগাযোগের প্রমাণ পেয়েছে পুলিশ।
advertisement
1/5
Sushil Kumar: দুষ্কৃতি-যোগ! জেলেই খুনের হুমকি পাচ্ছেন সুশীল কুমার
খাচ্ছিল তাতি তাত বুনে, কাল হল তাঁর গরু কিনে। এই প্রবাদ একেবারে খেটে যায় সুশীল কুমারের উপর। কুস্তিগীর হিসাবে উপার্জিত সমস্ত সম্মান ও গরিমা তিনি একটা ভুলে মাটিতে মিশিয়ে দিলেন। সাগর নামের কুস্তিগীর খুনের মামলায় গ্রেফতার হয়েছেন সুশীল কুমার। এবার অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর দাবি করেছেন, জেলেই খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে।
advertisement
2/5
পুলিশ কোনও ঝুঁকি নিতে চাইছে না। সুশীল কুমারের সঙ্গে দুষ্কৃতিদের যোগাযোগের প্রমাণ পেয়েছে পুলিশ। ফলে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জেলে সুশীলের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে সুশীলকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।
advertisement
3/5
কুখ্যাত দু্ষ্কৃতি নীরজ বাওয়ানার সঙ্গে যোগাযোগ ছিল সুশীলের। এমন প্রমাণ পেয়েছে পুলিশ। তদন্তকারীরা দাবি করছেন, সুশীল তাঁদের সঙ্গে সহযোগিতা করছেন না। বয়ানে অসঙ্গতি থাকলেও সুশীল নিজে মুখে কিছুই স্বীকার করছেন না। ছত্রশাল স্টেডিয়ামে তিনি নাকি কুস্তিগীরদের ঝামেলা মেটাতে গিয়েছিলেন, এমন দাবি করেছেন সুশীল।
advertisement
4/5
পুলিশ আন্দাজ করছে, নীরজ বাওয়ানা নামের দুষ্কৃতির সঙ্গে সুশীলের যোগাযোগ বেড়ে যাওয়ায় আরেক গ্যাস্টার কালা জাথেড়ি বিরক্ত ছিল। এরই মধ্যে সুশীল কুমারের চার সঙ্গীকে পাকরাও করেছে পুলিশ। সুশীলকে তাদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। ওই চারজনেরই যোগাযোগ রয়েছে আন্ডারওয়ার্ল্ড-এর সঙ্গে।
advertisement
5/5
সুশীল কুমারের আইনজীবী বিএস জাখর অবশ্য দাবি করেছেন, ছত্রশাল স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজে তাঁর মক্কেলকে দেখা যায়নি। সুশীলকে গ্রেফতার করে অতিতত্পরতা দেখাচ্ছে পুলিশ। যা কি না অন্য কোনও ষড়যন্ত্রের কারণ। এমনই দাবি করেছেন তিনি।
বাংলা খবর/ছবি/খেলা/
Sushil Kumar: দুষ্কৃতি-যোগ! জেলেই খুনের হুমকি পাচ্ছেন সুশীল কুমার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল