Sushil Kumar Arrested: পালিয়ে শেষ রক্ষা হল না, ধরা পড়লেন সুশীল কুমার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
কখনও উত্তরাখণ্ড, কখনও আবার হরিদ্বারে সুশীলের টাওয়ার লোকেশন পায় পুলিশ।
advertisement
1/5

পালিয়ে আর শেষ রক্ষা বল না। শেষ পর্যন্ত পাঞ্জাব থেকে কুস্তিগীর সুশীল কুমারকে গ্রেফতার করল দিল্লি পুলিস।
advertisement
2/5
৩৭ বছর বয়সী সুশীল কুমার ও তাঁর ডান হাত অজয় কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে আনছে পুলিসের বিশাল বাহিনী।
advertisement
3/5
নয়াদিল্লির ছত্রশাল স্টেডিয়ামে বচসায় জড়িয়েছিলেন সুশীল। সেদিন ঝামেলা গড়ার মারামারিতে। প্রবল আঘাত পান সাগর ধনখড় নামের এক কুস্তিগীর। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
advertisement
4/5
ওই ঘটনায় সুশীলের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। পালিয়ে বেড়াচ্ছিলেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর। কখনও উত্তরাখণ্ড, কখনও আবার হরিদ্বারে সুশীলের টাওয়ার লোকেশন পায় পুলিশ।
advertisement
5/5
সুশীলের খোঁজ যে দিতে পারবেন তাঁকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এমনই ঘোষণা করেছিল দিল্লি পুলিশ। ইতিমধ্যে সুশীলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।