আনন্দকে পাশে নিয়ে দাবায় চাল দিলেন সৌরভ, বিপরীতে বিশ্ব চ্যাম্পিয়ান ম্যাগনস কার্লসন!
Last Updated:
২২ থেকে ২৬শে নভেম্বর ক্রিকেট থেকে দাবা, কলকাতা হয়ে উঠতে চলছে ক্রীড়াপ্রেমীদের তীর্থস্থান!
advertisement
1/5

যে সময় শহর কলকাতা মুড়ে গিয়েছে গোলাপি রঙে, সেই সময় শহরে দাপিয়ে বেড়াবে সাদা কালো ঘুঁটিরা! একদিকে ইডেনে চলবে দিন-রাতে পিঙ্ক বলের টেস্ট ম্যাচ, অন্যদিকে ন্যাশনল লাইব্রেরিতে দাবার দানে মত্ত থাকবেন গ্র্যান্ড মাস্টাররা৷
advertisement
2/5
কে নেই সেখানে৷ বিশ্বনাথন আনন্দ থেকে বর্তমানের ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ান ম্যাগনস কার্লসন৷ এছাড়াও থাকছেন হিকারু নাকামুরা, পেনথালা হরিকৃষ্ণন, অনিশ গিরি সহ ১০জন গ্রান্ড মাস্টার৷
advertisement
3/5
৫ দিন ব্যাপি এই টেস্ট টুর্নামেন্ট অবশ্য সকলের নজর বিশ্বনাথন আনন্দের দিকে৷ গতবার টাটা স্টিল চেস ইন্ডিয়া গ্রান্ড ট্যুরে জয়ী হয়েছিলেন তিনিই৷ এবার যদিও বিশ্ব চ্যাম্পিয়ান কার্লসেন থাকায় সমীকরণে বদল ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
advertisement
4/5
সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ বিশ্বনাথন আনন্দ ও সৌরভের বিরুদ্ধে চালও দিলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান ম্যাগনস কার্লসন!
advertisement
5/5
২২ থেকে ২৬শে নভেম্বর ক্রিকেট থেকে দাবা, কলকাতা হয়ে উঠতে চলছে ক্রীড়াপ্রেমীদের তীর্থস্থান!