স্বপ্নার গালে ছিল ব্যান্ডেজ! যন্ত্রণা দাঁতে চেপেই দৌড় শেষে সোনা
Last Updated:
advertisement
1/9

স্বপ্না বর্মন - বুধবার জাকার্তার মাটিতে ইতিহাস তৈরি করেছেন এই বঙ্গললনা ৷ অনেক লড়াই অনেক পরিশ্রমের ফসল তাঁর এই সোনা ৷ অথচ এদিন হেপ্টাথেলনে নামার আগেও খুব একটা শরীর ভালো ছিল না তাঁর ৷ দাঁতে ব্যাথা নিয়েই নেমেছিলেন ট্র্যাকে ৷ Photo Courtesy - Reuters
advertisement
2/9
যন্ত্রণা এতটাই বেশি ছিল চোয়াল ও ডান গাল দিয়ে একটি ব্যান্ডেজে করে ট্র্যাকে নেমেছিলেন তিনি ৷ আর এই যন্ত্রণাই কী তাঁকে মোটিভেট করেছিল হেপ্টাথেলনের মতো অ্যাথলেটিক্সের অন্যতম কঠিন ইভেন্টে নিজের সেরাটা দিতে ৷ Photo Courtesy - Reuters
advertisement
3/9
সাতটি ইভেন্টের সমাহার এই হেপ্টাথেলন ৷ থাকে হাইজাম্প, জ্যাভলিন থ্রো, শটপাট, ১০০ মিটার , ২০০ মিটার, ৮০০ মিটার- দৌড়, লংজাম্প ৷ এরমধ্যে স্বপ্না নিজে সবচেয়ে দুর্বল ১০০ মিটার দৌড়ে ৷ আর স্বপ্নার জোরালো পয়েন্ট হাইজাম্প ও জ্যাভলিন থ্রো ৷ Photo Courtesy - Reuters সাতটি ইভেন্টের সমাহার এই হেপ্টাথেলন ৷ থাকে হাইজাম্প, জ্যাভলিন থ্রো, শটপাট, ১০০ মিটার , ২০০ মিটার, ৮০০ মিটার- দৌড়, লংজাম্প ৷ এরমধ্যে স্বপ্না নিজে সবচেয়ে দুর্বল ১০০ মিটার দৌড়ে ৷ আর স্বপ্নার জোরালো পয়েন্ট হাইজাম্প ও জ্যাভলিন থ্রো ৷ Photo Courtesy - Reuters
advertisement
4/9
সোনার মেডেলের ম্যাচে সাতটি ইভেন্ট থেকে মোট ৬০২৬ পয়েন্ট পান স্বপ্না ৷ দু’দিন ধরে চলা ইভেন্টে নিজের পারফরম্যান্স ধরে রাখেন স্বপ্না ৷ হাইজাম্পে (১০০৩ পয়েন্ট),জ্যাভলিন থ্রো (৮৭২ পয়েন্ট) পান এবং এক নম্বরে ছিলেন ৷ শটপাটে (৭০৭ পয়েন্ট) পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন তিনি ৷ লংজাম্পে পেয়েছিলেন (৮৬৫ পয়েন্ট)৷ Photo Courtesy - Reuters
advertisement
5/9
অন্যদিকে নিজের সবচেয়ে দুর্বলতম পারফরম্যান্সের ইভেন্ট অর্থাৎ ১০০ মিটার দৌ়ড়ে ৯৮১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেন ৷ ২০০ মিটারে ৭৯০ পয়েন্ট নিয়ে সপ্তমে শেষ করেন ৷ Photo Courtesy - AP
advertisement
6/9
নিজের শেষ ইভেন্ট অর্থাৎ ৮০০ মিটার দৌড়ের আগে নিকটতম প্রতিদ্বন্দ্বী চিনের কুইংলিং ওয়াংয়ের থেকে ৬৪ পয়েন্টে এগিয়ে ছিলেন ৷ এই ইভেন্টে চতুর্থ হয়ে শেষ করেও সোনা তাঁর থেকে ছিনিয়ে নিতে পারেনি কেউই ৷ Photo Courtesy - AP
advertisement
7/9
গত বছর ভুবনেশ্বরে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটার দৌড়ের পর কোলপস করে গিয়েছিলেন স্বপ্না ৷ কিন্তু এদিন স্বপ্না নেমেছিলেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ৷ Photo Courtesy - Reuters
advertisement
8/9
শুধু আর্থিক দুর্দশাই নয় স্বপ্নার ইভেন্টে নামার আরও এক প্রতিবন্ধকতা রয়েছে ৷ তাঁর দুটি পায়েই ৬ টি করে আঙুল ৷ ফলে সাধারণ জুতো পরে ট্রেনিং করা থেকে পারফর্ম করা সবতেই নিজেকে মানিয়ে নিতে হয় স্বপ্নাকে ৷ Photo Courtesy - Reuters
advertisement
9/9
স্বপ্না বর্মন ছাড়া এই ইভেন্টে আগে তিন ভারতীয় পদক পেয়েছেন ৷ সেরা পারফরম্যান্স ছিল বঙ্গতনয়া সোমা বিশ্বাসের ৷ ২০০২ বুসান এশিয়ান গেমসে রুপো পেয়েছিলেন সোমা ৷ ২০০৬ দোহাতে জে জে শোভা ও ঘুয়াংঝাউতে প্রমীলা ব্রোঞ্জ পেয়েছিলেন ৷ তবে স্বপ্নার পারফরম্যান্স সকলকেই ছাপিয়ে গেল ৷ Photo Courtesy - Reuters