TRENDING:

Shelly-Ann Fraser-Pryce: পৃথিবীতে জীবিতদের মধ্যে ইনিই এখন দ্রুততম মহিলা!

Last Updated:
বিশ্বের দ্রুততম মহিলা এখন ইনিই।
advertisement
1/5
Shelly-Ann Fraser-Pryce: পৃথিবীতে জীবিতদের মধ্যে ইনিই এখন দ্রুততম মহিলা!
অলিম্পিকে তিনি দুবারের সোনাজয়ী স্প্রিন্টার। টোকিও অলিম্পিকে নামবেন সোনা জয়ের হ্য়াটট্রিকের লক্ষ্যে। তবে তার আগেই শেলি–অ্যান–ফ্রেজার একখানা অসাধারণ রেকর্ড করে বসলেন। পৃথিবীতে জীবিতদের মধ্য়ে তিনিই এখন দ্রুততম মহিলা।
advertisement
2/5
জামাইকার শেলি-অ্যান অলিম্পিক ডেসটিনি মিটিংয়ে ১০০ মিটার ১০.৬৩ সেকেন্ডে শেষ করেছেন। ১০০ মিটার স্প্রিন্টে মেয়েদের ইতিহাসে সর্বকালের দ্বিতীয় দ্রুততম তিনি। কিংস্টনের ন্যাশনাল স্টেডিয়ামে এদিন অনায়াসেই এমন রেকর্ড গড়েছেন শেলি।
advertisement
3/5
২০০৯ সালে ১০০ মিটার ১০.৬৪ সেকেন্ডে শেষ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার কারমেলিটা জেটার। এদিন তাঁর রেকর্ড ভাঙলেন শেলি। ফলে এখন জীবিতদের মধ্যে তিনিই দ্রুততম মহিলা দৌড়বিদ।
advertisement
4/5
স্প্রিন্টার ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারের রেকর্ড অবশ্য ভাঙতে পারেননি শেলি। ১৯৮৮ সালে অলিম্পিক ট্রায়ালে ১০০ মিটার ১০.৪৯ সেকেন্ডে শেষ করেছিলেন ফ্লো-জো। ৩৪ বছরের শেলির অবশ্য সেই রেকর্ড ভাঙতে না পারার কোনও আক্ষেপ নেই।
advertisement
5/5
২০০৮ ও ২০১২ অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছিলেন শেলি। এবার তাঁর সামনে অলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিকের সুযোগ। সেইসঙ্গে সব থেকে বেশি বয়সী মহিলা স্প্রিন্টার হিসাবে অলিম্পিকে সোনা জয়ের সুযোগও রয়েছে তাঁর সামনে।
বাংলা খবর/ছবি/খেলা/
Shelly-Ann Fraser-Pryce: পৃথিবীতে জীবিতদের মধ্যে ইনিই এখন দ্রুততম মহিলা!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল