Shelly-Ann Fraser-Pryce: পৃথিবীতে জীবিতদের মধ্যে ইনিই এখন দ্রুততম মহিলা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
বিশ্বের দ্রুততম মহিলা এখন ইনিই।
advertisement
1/5

অলিম্পিকে তিনি দুবারের সোনাজয়ী স্প্রিন্টার। টোকিও অলিম্পিকে নামবেন সোনা জয়ের হ্য়াটট্রিকের লক্ষ্যে। তবে তার আগেই শেলি–অ্যান–ফ্রেজার একখানা অসাধারণ রেকর্ড করে বসলেন। পৃথিবীতে জীবিতদের মধ্য়ে তিনিই এখন দ্রুততম মহিলা।
advertisement
2/5
জামাইকার শেলি-অ্যান অলিম্পিক ডেসটিনি মিটিংয়ে ১০০ মিটার ১০.৬৩ সেকেন্ডে শেষ করেছেন। ১০০ মিটার স্প্রিন্টে মেয়েদের ইতিহাসে সর্বকালের দ্বিতীয় দ্রুততম তিনি। কিংস্টনের ন্যাশনাল স্টেডিয়ামে এদিন অনায়াসেই এমন রেকর্ড গড়েছেন শেলি।
advertisement
3/5
২০০৯ সালে ১০০ মিটার ১০.৬৪ সেকেন্ডে শেষ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার কারমেলিটা জেটার। এদিন তাঁর রেকর্ড ভাঙলেন শেলি। ফলে এখন জীবিতদের মধ্যে তিনিই দ্রুততম মহিলা দৌড়বিদ।
advertisement
4/5
স্প্রিন্টার ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারের রেকর্ড অবশ্য ভাঙতে পারেননি শেলি। ১৯৮৮ সালে অলিম্পিক ট্রায়ালে ১০০ মিটার ১০.৪৯ সেকেন্ডে শেষ করেছিলেন ফ্লো-জো। ৩৪ বছরের শেলির অবশ্য সেই রেকর্ড ভাঙতে না পারার কোনও আক্ষেপ নেই।
advertisement
5/5
২০০৮ ও ২০১২ অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছিলেন শেলি। এবার তাঁর সামনে অলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিকের সুযোগ। সেইসঙ্গে সব থেকে বেশি বয়সী মহিলা স্প্রিন্টার হিসাবে অলিম্পিকে সোনা জয়ের সুযোগও রয়েছে তাঁর সামনে।