Sajan Prakash: ইতিহাসে সজন প্রকাশ, প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে অলিম্পিক 'এ' কাট-এ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
দেশকে গর্বিত করলেন ভারতীয় সাঁতারু সজন।
advertisement
1/5

ক্রিকেট, ফুটবলের বাইরেও এগোচ্ছে দেশের খেলা। এবার ইতিহাসে নাম তুলে ফেললেন ভারতীয় সাঁতারু সজন প্রকাশ।
advertisement
2/5
প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক 'এ' কাট-এ ভারতীয় সাঁতারু সজন। রোমে সেট্টে কোল্লি ট্রফিতে পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইতে সজন এদিন রেকর্ড গড়লেন।
advertisement
3/5
কেরলের ২৭ বছর বয়সী সাঁতারু এক মিনিট 56.38 সেকেন্ড সময় নিলেন। ০.০১ সেকেন্ডের জন্য তিনি অলিম্পিক এ কাট-এ।
advertisement
4/5
২০০ মিটার বাটারফ্লাইতে সজন গত কয়েক বছরে দারুণ উন্নতি করেছেন। টোকিও অলিম্পিকে পদক জয়ের ব্যাপারে তিনি ভারতের অন্যতম ভরসা।
advertisement
5/5
কয়েক মাস আগেই সজন জানিয়েছিলেন, ঠিকঠাক সহায়তা পেলে ক্রিকেট, ফুটবল ছাড়া দেশের অন্য খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদরাও দেশকে গর্বিত করতে পারেন।