সাত পাকে বাঁধা পড়লেন সাইনা নেহওয়াল, এটাই নাকি তাঁর জীবনের সেরা ম্যাচ !
Last Updated:
advertisement
1/5

•• জীবনের সেরা ম্যাচটা নাকি খেলে ফেলেছেন সাইনা নেহওয়াল ৷ নিজেই ট্যুইটার অ্যাকাউন্টে জানালেন সে কথা ৷ আসলে সাত পাকে বাঁধা পড়লেন ভারতের এই ব্যাডমিন্টন সেনসেশন সাইনা নেহওয়াল। ছবি: ট্যুইটার
advertisement
2/5
•• এদিনই শুভকাজটা সেরে ফেললেন হরিয়ানার বছর আঠাশের কন্যা ৷ দেশের অলিম্পিক ব্রোঞ্জ জয়ী সাইনার পাত্রটিও আন্তর্জাতিক ব্যাডমিন্টন সার্কিটে পরিচিত নাম। গোপীচাঁদের কৃতী ছাত্র পারুপল্লী কাশ্যপের গলাতেই মালা দিলেন সাইনা। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/5
•• এদিন বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর ট্যুইটারে ছবি পোস্ট করেন সাইনা নেহওয়াল ৷ ছবি: ট্যুইটার
advertisement
4/5
•• সদ্যসমাপ্ত এশিয়াডেও নজির গড়েছেন সাইনা। প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে এশিয়ান গেমসে পদক পেয়েছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/5
•• ১৯৮২-তে শেষবার সইদ মোদি পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্যাডমিন্টনে পদক জিতেছিলেন। ৩৬ বছর পর এই খেলা থেকে পদকপ্রাপ্তি হয়েছে ভারতের। কাশ্যপ কেরিয়ারে ছ’নম্বর র্যাঙ্কিংয়ে এসেছিলেন। কিন্তু চোট আঘাতেই তাঁর কেরিয়ারে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। ছবি: ইনস্টাগ্রাম ৷