advertisement
1/14

ভারতীয় ক্রীড়াদুনিয়ায় ফের মেগা ইভেন্ট ৷ অলিম্পিক্সের মেডেল পরার পর এবার বিয়ের মালা পরতে চলেছেন সাইনা নেহওয়াল৷ Photo -Instagram
advertisement
2/14
পাত্রও আমাদের বহু পরিচিত পারুপল্লি কাশ্যপ ৷ হ্যাঁ একই শিক্ষাগুরুর ছাত্র-ছাত্রীরা বিয়ে করতে চলেছেন ৷ Photo -Instagram
advertisement
3/14
গত বছর ডিসেম্বরে খেলার দুনিয়ার ধামাকা শাদি দেখেছেন ভারতীয়রা ৷ বিয়ে করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ দু‘জনে এক ফিল্ডের না হলেও ক্রিকেট-বলিউডের এই বিয়েতে নজর ছিল সকলের ৷ আর এবার হবে ব্যাডমিন্টন সার্কিটে বিয়ে ৷ Photo -Instagram
advertisement
4/14
এবার ডিসেম্বরে বিয়ে সারছেন সাইনা ও কাশ্যপ ৷ ইতিমধ্যেই তারিখও নির্দিষ্ট হয়ে গেছে ৷ ১৬ ডিসেম্বর হবে বিয়ে৷ আর রিসেপশন ২১ ডিসেম্বর৷ Photo -Instagram
advertisement
5/14
বিয়েতে নিমন্ত্রিত হয়েছেন ১০০ জন খুবই কাছের আত্মীয় ও বন্ধু ৷ তবে রিসেপশনেই আসবেন বহু তাবড় অতিথিরা ৷ যার জন্য দুই পরিবার ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ Photo -Instagram
advertisement
6/14
এক যুগের দীর্ঘ রিলেশনশিপে রয়েছেন এই দুই লাভবার্ড ৷ বিভিন্ন সময়ে হালকা জল্পনা চললেও দুই শাটলারই স্ম্যাশ করে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ৷ Photo -Instagram
advertisement
7/14
কিদম্বি শ্রীকান্ত , প্রণয়, এঁদের সঙ্গে সাইনা ও কাশ্যপ যখন তখনই হ্যাঙ্গ আউট করতেন ৷ কিন্তু যেহেতু গ্রুপে ঘুরতেন বেড়াতেন তাই সন্দেহর তিরটা সরাসরি তাঁদের দিকে সেভাবে ছোঁড়া যায়নি ৷ Photo -Instagram
advertisement
8/14
লাভবার্ডসরা একাধিক ছবি দু‘জনের সোশ্যাল হ্যান্ডেলে থাকলেও সাইনা ও কাশ্যপ বেশ সফল হয়েছেন নিজেদের প্রেমকাহিনি লুকিয়ে রাখতে৷ Photo -Instagram
advertisement
9/14
সাইনা ২৮ ও কাশ্যপ ৩২ ৷ তবে ব্যাডমিন্টন দুনিয়ার সার্কিটের লড়াই, প্রেমে পরিণতির প্রথম উদাহরণ নন ৷ Photo -Instagram
advertisement
10/14
ইন্দোনেশিয়ার সুশি সুশান্তি ও অ্যালান বুদিকুসুমা, চিনের লিন ড্যান ও জাই জিংফ্যাং, ব্রিটেনের ক্রিস ও গ্যাবি ৷ ভারতেও রয়েছে এই ধরণের উদাহরণ মধুমিতা গোস্বামী ও বিক্রম সিং বিস্ত, সৈয়দ মোদী ও আমিতা কুলকার্নি ৷ Photo -Instagram
advertisement
11/14
২০০৫ সালে গোপীচাঁদের অ্যাকাডেমিতে ট্রেনিংয়ের সময় থেকে দু‘জনের আলাপ৷ তারপর বন্ধুত্বের গন্ডি পেরিয়ে প্রেমের মিক্সড ডাবলসে পৌঁছে গেছেন দু‘জনেই ৷ Photo -Instagram
advertisement
12/14
অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক সহ সাইনা প্রথম ভারতীয় মহিলা শাটলার যাঁর ২০ টি প্রধান খেতাব রয়েছে ৷ কাশ্যপও প্রভাব দেখালেও ২০১৪ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন কাশ্যপ ৷ এটিই তাঁর অন্যতম সেরা পারফরম্যান্স ৷ Photo -Instagram
advertisement
13/14
এদিকে গোপীচাঁদের অ্যাকাডেমি ছেড়ে সাইনা যখন চলে গিয়েছিলেন কাশ্যপ কিন্তু তখনও তাঁর অ্যাকাডেমিতেই ট্রেনিং করতেন ৷ এটা একটা বড় চমক ৷ Photo -Instagram
advertisement
14/14
সাইনা নেহওয়াল ও কাশ্যপ নিজেদের বন্ধু বলতেন এবং এক সঙ্গে ট্রেনিং সারতেন ৷ এবার বাকি জীবনের ট্রেনিংও একসঙ্গে সারবেন ৷ Photo -Instagram