Wimbledon 2021: বড় অঘটন! উইম্বলডন থেকে বিদায় আটবারের চ্যাম্পিয়ন ফেডেরারের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
এটাই হয়তো রজারের শেষ উইম্বলডন ছিল। আর শেষবার তাঁর স্মৃতি সুখের হল না।
advertisement
1/5

আটবারের চ্যাম্পিয়ন তিনি। উইম্বলডনের সম্রাট তিনি। সেই রজার ফেডেরার কি না এবার ছিটকে গেলেন উইম্বলডন থেকে! তাও আবার অনামী হোবার্ট হুডকাজের কাছে হেরে!
advertisement
2/5
পোল্যান্ডের ২৪ বছর বয়সী হোবার্টের আইডল ছিলেন রজার। গুরুকেই হারিয়ে দিলেন শিষ্য। এক ঘণ্টা ৪৮ মিনিটের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে এদিন ফেডেরারকে হারালেন তিনি।
advertisement
3/5
অনেকেই বলছেন, এটাই হয়তো রজারের শেষ উইম্বলডন ছিল। আর শেষবার তাঁর স্মৃতি সুখের হল না। ৯ বার উইম্বলডন জয়ের স্বপ্ন অধরাই রইল ফেডেরারের।
advertisement
4/5
সব থেকে বেশি বয়সের খেলোয়াড় হিসাবে এদিন উইম্বল়নে খেলতে নেমেছিলেন ফেডেরার। আর নিজের আইডলকে এদিন কোর্টে দাঁড়াতেই দিলেন না হোবার্ট।
advertisement
5/5
ফেডেরারের বয়স এখন ৩৯। অগাস্টের ৮ তারিখ তিনি ৪০-এর কোটায়। এর পর কি আর টেনিস খেলবেন রজার! এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ইতিমধ্যে ২০টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন তিনি। ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর অবশ্য আর কোনও গ্র্যান্ডস্ল্যাম জেতেননি রজার। এদিক, হোবার্ট এদিন রজারকে হারিয়ে বিশ্ব টেনিসে নিজেকে প্রতিষ্ঠা করলেন যেন।