নারী থেকে পুরুষ হয়ে ওঠা, বিশ্ব বক্সিংয়ে নয়া নজির ট্রান্সজেন্ডার বক্সারের
Last Updated:
advertisement
1/5

ট্রান্সজেন্ডার বক্সার প্যাট্রিসিও ম্যানুয়েল ইতিহাস তৈরি করলেন ৷ মেক্সিকান সুপার ফেদারওয়েট লড়াইতে প্রতিপক্ষ হুগো অ্যাগুলারকে হারিয়ে এই নজির গড়লেন ৷ Photo - Instagram
advertisement
2/5
৩৩ ম্যানুয়েল প্রথম ট্রান্সজেন্ডার পুরুষ যিনি আমেরিকায় পেশাদারভাবে বক্সিং করছেন ৷ জেতার পর তিনি বলেছেন, ‘‘আমি এটাকে কোনওকিছুর বিনিময়েই দিতে পারিনা ৷ এটা পাওয়ার জন্য এতদিন আমি সবকিছু দিয়ে চেষ্টা করে এসেছিল ৷ ’’Photo - Instagram
advertisement
3/5
২০১২ সালে মহিলা হিসেবে অলিম্পিক্সে ট্রায়াল দিয়েছিলেন ম্যানুয়েল ৷ কিন্তু কাঁধের চোটের জন্য সেই সময় স্বপ্নপূরণ সম্ভব হয়নি ৷ গ্রুপে একটি মাত্র ম্যাচেই নামার পরই চোট হয়েছিল৷ কিন্তু সেই অধরা স্বপ্ন আজ পূরণ হয়েছে এমনটাই মত ম্যানুয়েলের ৷
advertisement
4/5
এর কয়েকমাস পরে তাঁর পুরুষ হওয়ার যাত্রা শুরু হয় ৷ অস্ত্রোপচার ও হরমোন চিকিৎসার পরেই শুরু হয় অন্য লড়াই ৷ এবার তাঁকে ছাড়পত্র যোগাড় করতে হয়েছে পুরুষ হিসেবে লড়াই করার জন্য ৷ ক্যালিফোর্নিয়ার বক্সিং অথরিটি এই নিয়ে বেশ দোলাচালে ছিল ৷ কিন্তু ২০১৬ সালে ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটি জানিয়ে দেয় মহিলা থেকে পুরুষ হওয়া ট্রান্সজেন্ডারদের প্রতিযোগিতায় কোনওরকম বাধা ছাড়াই অংশ নিতে দেওয়া হবে ৷
advertisement
5/5
লড়াইয়ের মাত্র দু‘দিন আগে অ্যাগুলার জানতে পেরেছিলেন যে প্রতিপক্ষ একজন ট্রান্সজেন্ডার পুরুষ ৷ তবে তিনি জানিয়ে দেন এতে কোনও অসুবিধা নেই ৷তিনি আরও জানিয়েছিলেন আমার কাছে পুরো বিষয়টা ভীষণ সম্মানের ৷ রিংয়ের লড়াইয়ে এটা কোনও বিষয় নয় আমিও জিততে চাই, সেও জিততে চাইবে ৷