TRENDING:

US Open Final Novak Djokovic Vs Daniil Medvedev: GOAT হতে চাই আর একটা জয়, আজ জিতলেই গ্রেটেস্ট অফ অল টাইম জকোভিচ

Last Updated:
US Open 2021 Final: টেনিসে গ্রেটেস্ট অফ অল টাইম কে! প্রমাণ হয়ে যাবে আজই।
advertisement
1/5
GOAT হতে চাই আর একটা জয়, আজ জিতলেই গ্রেটেস্ট অফ অল টাইম জকোভিচ
এমনিতে তাঁর আর নতুন করে কিছু প্রমাণ করার নেই। সব টুর্নামেন্ট জিতে বসে আছেন। তাঁকে টেনিস বিশ্বের অন্যতম সেরা বলে মানেন না এমন কেউ হয়তো নেই। তবে অন্যতম সেরা আর সেরা বা সর্বশ্রেষ্ঠ হওয়ার মধ্যে তো তফাত আছে। আর টেনিসে সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য ইউ এস ওপেনের ফাইনালে নামবেন নোভাক জকোভিচ।
advertisement
2/5
সার্বিয়ার তারকা জকোভিচ আজ জিতবেন নিজেকে গ্রেটেস্ট অফ অল টাইম হিসাবে প্রমাণ করার তাগিদে। কারণ আজ ইউএস ওপেন জিতলেই টেনিস বিশ্বে রাফায়েল নাদাল ও রজার ফেডেরারকে ছাপিয়ে যাবেন।
advertisement
3/5
রাফায়েল নাদাল ও রজার ফেডেরার এখনও পর্যন্ত ২০টি করে গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। একই সংখ্যক গ্র্যান্ডস্ল্যাম জিতে এই দুই কিংবদন্তির সঙ্গে একই সারিতে রয়েছেন জকোভিচ। আজ ইউএস ওপেন খেতাব জিতলে রজার ও রাফাকে টপকে যাবেন জকোভিচ। তাঁর ঝুলিতে থাকবে ২১টি গ্র্যান্ডস্ল্যাম। আর এখনও তিনি খেলা চালিয়ে যাবেন। তাই আরও বেশ কয়েকটি খেতাব যে তাঁর জন্য অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
4/5
ইতিমধ্যে তিনবার ইউএস ওপেন জিতেছেন জকোভিচ। ৯ বার ফাইনাল খেলেছেন। তবে আজ দানিল মেভেদেভের বিরুদ্ধে তাঁর অন্য লড়াই। কারণ আজ সার্বিয়ান তারকা সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য নামবেন। তবে এই যাত্রাপথ সহজ ছিল না জকোভিচের জন্য। কারণ রাফা, রজারের মতো তারকাদের হারিয়ে তাঁকে এই উচ্চতায় পৌঁছতে হয়েছে।
advertisement
5/5
নাদালের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩০টি ম্যাচ খেলেছেন জকোভিচ। জিতেছেন ৩০টি। রজার ফেডেরারের বিরুদ্ধে খেলেছেন ৫০টি ম্যাচ। যার মধ্যে জকোভিচ জিতেছেন ২৭টি ম্যাচ। এখনও পর্যন্ত সব থেকে বেশি (৯ বার) অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন জকোভিচ।
বাংলা খবর/ছবি/খেলা/
US Open Final Novak Djokovic Vs Daniil Medvedev: GOAT হতে চাই আর একটা জয়, আজ জিতলেই গ্রেটেস্ট অফ অল টাইম জকোভিচ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল