Nishad Kumar Wins Silver In Paralympics: ফের ভারতের ঘরে পদক, প্য়ারালিম্পিক্সে রুপো জয় হাই জাম্পার নিশাদ কুমারের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Nishad Kumar Wins Silver: সকালে ভাবিনা, তার পর ভারতের নিশাদ কুমার। ভারতের খেলাধূলার ক্ষেত্রে আজ বড়দিন।
advertisement
1/5

টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) ফের পদক এল ভারতের ঘরে। ভাবিনা প্যাটেলের পর এবার নিশাদ কুমার রুপো জিতলেন।
advertisement
2/5
একই দিনে জোড়া রুপো ভারতের ঝুলিতে। এদিন হাই জাম্পার নিশাদ কুমার (Nishad Kumar) দুরন্ত পারফরম্যান্স করেছেন।
advertisement
3/5
advertisement
4/5
হাই জাম্পের টি-৪৭ ফাইনালে ২.০ মিটার লাফিয়েছেন নিশাদ। যা কি না এশিয়ান রেকর্ড।
advertisement
5/5
সকালে ভাবিনা, তার পর নিশাদ। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে আজ বড়দিন। নিশাদের জন্য এদিন প্রধানমন্ত্রী লিখেছেন, টোকিও থেকে আবার সুখবর এসেছে। পুরুষদের টি-৪৭ হাই জাম্প ইভেন্টে রুপো জিতেছেন নিশাদ কুমার । অসামান্য দক্ষতা ও হার না মানা মানসিকতার জন্যই তাঁর এই সাফল্য। নিশাদকে অনেক শুভেচ্ছা।