Sushil Kumar: একখানা ছবিই খুনের মামলায় আরও ফাঁসিয়ে দিল সুশীল কুমারকে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
সুশীল কুমারের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে গত কয়েকদিন ধরে।
advertisement
1/5

একখানা ছবি। আর সেটাই যেন আরও বিপদে ফেলে দিল অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারকে। কী এমন আছে সেই ছবিতে!
advertisement
2/5
কালা জাথেদি নামের এক কুখ্যাত গ্যাস্টারের ভাইয়ের সঙ্গে বসে রয়েছেন সুশীল কুমার। পুলিশ আগেই প্রমাণ পেয়েছিল, সুশীলের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। তবে জেরার মুখেও সুশীল সেসব স্বীকার করেনি।
advertisement
3/5
কুস্তিগীর সাগর রানা খুনের মামলায় ছদিন ধরে পুলিশি হেফাজতে রয়েছেন সুশীল। চলছে জেরা। পুলিশ জানিয়েছে, সুশীল কুমার কোনওভাবেই তদন্তে সহযোগিতা করছেন না। তবে এবার পুরনো একটি ছবি ছড়িয়ে পড়ায় পুলিশ নতুন করে সুশীল কুমারকে জেরা করতে পারে।
advertisement
4/5
কালা জাথেদির ভাই প্রদীপের সঙ্গে তোলা সুশীল কুমারের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে গত কয়েকদিন ধরে। প্রদীপকে গত কয়েক বছর ধরে খুঁজছে পুলিশ। তাঁর মাথার দাম সাত লাখ টাকা।
advertisement
5/5
জেরার মুখে সুশীল স্বীকার করেছেন, তিনি সাগরকে খুন করতে চাননি। তবে শিক্ষা দিতে চেয়েছিলেন। যাতে ভবিষ্যতে কেউ তাঁর সঙ্গে ঝামেলা করার সাহস না পায়! সুশীল কুমারের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন সাগর। সেই ফ্ল্যাট খালি করা নিয়েই ঝামেলার সূত্রপাত।