'যথেষ্ট হয়েছে, আর নয়,' জর্জের মৃত্যুতে গর্জে উঠলেন কৃষ্ণাঙ্গ ক্রীড়া ব্যক্তিত্বরা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হাঁটু দিয়ে শ্বাসরোধ সর্বসমক্ষে খুন করেছে শ্বেতাঙ্গ পুলিশ৷ সেই ঘটনায় জ্বলছে আমেরিকা৷ গোটা বিশ্ব গর্জে উঠেছে বর্ণবৈষম্যের বিরুদ্ধে৷ এ বার গর্জে উঠলেন ক্রীড়া জগতের বিখ্যাত কৃষ্ণাঙ্গ ব্যক্তিত্বরা৷
advertisement
1/5

মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হাঁটু দিয়ে শ্বাসরোধ সর্বসমক্ষে খুন করেছে শ্বেতাঙ্গ পুলিশ৷ সেই ঘটনায় জ্বলছে আমেরিকা৷ গোটা বিশ্ব গর্জে উঠেছে বর্ণবৈষম্যের বিরুদ্ধে৷ এ বার গর্জে উঠলেন ক্রীড়া জগতের বিখ্যাত কৃষ্ণাঙ্গ ব্যক্তিত্বরা৷
advertisement
2/5
ক্যামেরায় জর্জকে খুনের সেই নৃশংস ভিডিও ভাইরাল৷ হাঁটু মুড়ে পুলিশ অফিসার জর্জের ঘাড়ে চেপে ধরেছে৷ জর্জ বলছেন, 'অফিসার আমি শ্বাস নিতে পারছি না৷ আপনি কি আমায় মেরে ফেলবেন?'
advertisement
3/5
৬০-এর দশকে মার্টিন লুথার কিং-এর কৃষ্ণাঙ্গ বিপ্লবের পরে এতবড় মাপের অশান্তি হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রে৷ মানুষ রাস্তায় নেমে হিংসাত্মক প্রতিবাদে নেমেছেন৷ আমেরিকার একের পর এক শহরে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন প্রতিবাদীরা৷ দোকানে চলছে লুঠপাট৷
advertisement
4/5
জর্জ ফ্লয়েডের মৃত্যুতে এ বার প্রতিবাদে সরব হলেন ক্রীড়াজগতের বিখ্যাত কৃষ্ণাঙ্গ ব্যক্তিত্বরাও৷ নীরবতা ভেঙে গল্ফ লেজেন্ড টাইগার উডস বললেন, 'ফ্লয়েডের প্রতি ভালোবাসা৷ ওঁর পরিবারের প্রতি ভালোবাসা৷ সকলের প্রতি ভালোবাসা, যাঁদের মনে কষ্ট হচ্ছে৷ আইন-শৃঙ্খলার প্রতি আমার বরাবরই সম্মান রয়েছে৷ ওরাই আমাদের শেখান, কখন, কোথায় শক্তি প্রয়োগ করতে হয়৷ ফ্লয়েডকে হত্যা সেই সীমাবদ্ধতাকে পেরিয়ে গেল৷'
advertisement
5/5
গত ২৫ মে মিনিয়াপোলিস পুলিশের শ্বেতাঙ্গ অফিসার হাঁটু দিয়ে মুড়ে শ্বাসরোধ করে হত্যা করে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে৷ গর্জে উঠলেন প্রাক্তন বাস্কেটবল তারকা মাইকেল জর্ডনও৷ ট্যুইটারে লিখলেন, 'আমি দেখছি, অনুভব করছি সবার ব্যথা ও অবসাদ৷ আমি সেই মানুষগুলির পাশে আছি, যাঁরা আমার দেশের বর্ণবৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে গর্জে উঠেছেন৷ অনেক সহ্য করেছি৷ আর নয়৷'