TRENDING:

Pramod Kumar Bhagat: পোলিও করেছিল সর্বনাশ, সোনাজয়ী প্রমোদ কুমারের সাফল্য দেখতে পেলেন না বাবা-মা

Last Updated:
Pramod Kumar Bhagat: ৪ বছর বয়সে পোলিও সর্বনাশ করেছিল তাঁর। এর পর নিঃসন্তান পিসির কাছেই মানুষ সোনাজয়ী প্রমোদ।
advertisement
1/5
পোলিও করেছিল সর্বনাশ, সোনাজয়ী প্রমোদ কুমারের সাফল্য দেখতে পেলেন না বাবা-মা
প্যারালিম্পিকে সোনার পদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট তিনি। বিহারের হাজিপুরের প্রমোদ ভগত এখন গোটা দেশের গর্ব। তবে আর পাঁচজন প্যারা অ্যাথলিট-এর মতো প্রমোদের লড়াইও সহজ ছিল না। সোনা জয়ের জ্য তাঁকে কম কিছু করতে হয়নি।
advertisement
2/5
পুরুষদের ব্যাডমিন্টনের SL3 ইভেন্টে ব্রিটেনের ড্যানিয়েল ব্রিথেলকে হারিয়ে সোনা জিতেছেন ভারতের প্রমোদ। এই প্রথম প্যারালাম্পিকে ব্যাডমিন্টন জায়গা পেল। আর প্রথমবারই সোনা জিতে নিজের নাম ইতিহাসে তুললেন প্রমোদ।
advertisement
3/5
প্রমোদের বাবা রাম ভগত গ্রামে চাষবাস করতেন। চার বছর বয়সে প্রমোদ পোলিওর শিকার হন। তাঁর বাঁ পা নষ্ট করে দেয় পোলিও। এর পর পিসি কিসুনি দেবী প্রমোদকে নিজের সঙ্গে ভুবনেশ্বরে নিয়ে যান। প্রমোদের পিসি নিসন্তান ছিলেন। তিনিই প্রমোদকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন।
advertisement
4/5
সব মিলিয়ে ৪৫টি আন্তর্জাতিক পদক রয়েছে প্রমোদের ঘরে। পেয়েছেন অর্জুন পুরস্কার। প্যারা ব্যাডমিন্টনে এশিয়ান চ্যাম্পিয়ন তিনি।
advertisement
5/5
প্রমোদের মা-বাবা প্রয়াত হয়েছেন। ছেলের এমন সাফল্য তাঁদের দেখে যাওয়া হয়নি। প্রমোদ এই নিয়ে আক্ষেপও করেছেন। এদিন টোকিও প্যারালিম্পিকে পদক জিতে মা-বাবাকে উত্সর্গ করেছেন তিনি।
বাংলা খবর/ছবি/খেলা/
Pramod Kumar Bhagat: পোলিও করেছিল সর্বনাশ, সোনাজয়ী প্রমোদ কুমারের সাফল্য দেখতে পেলেন না বাবা-মা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল