ড্রাগের থেকেও মারণ নেশা, বাজারে হাজির নয়া গেম PUBG, মাথা খেয়ে নিচ্ছে তরুণ প্রজন্মের
Last Updated:
advertisement
1/8

বিভিন্ন সময়ে বিভিন্ন নয়া গেম খেলেন ৷ নিশ্চয় PUBG নাম শুনেছেন কিম্বা মজেও গেছেন ৷ তবে এই গেম নিয়ে এখন সারা পৃথিবীতে ফের অশান্তি ৷
advertisement
2/8
বছর খানেক আগে ব্লু হোয়েল চ্যালেঞ্জ যেটা একটা সুইসাইড গেম ছিল আতঙ্ক ছড়িয়েছিল সারা বিশ্বে ৷ Photo- Collected
advertisement
3/8
হোয়েল গেমের পর আতঙ্ক ছড়িয়েছিল মোমো চ্যালেঞ্জ ৷ এটাও সুইসাইড গেম ছিল ৷ Photo- Collected
advertisement
4/8
তবে PUBG গেম মারণ গেম না হলেও এর নেশা এত মারাত্মক যে তা ড্রাগের নেশাকেও হার মানিয়ে দিচ্ছে ৷ Tencent Holdings Ltd কোম্পানি এই গেমটি ডেভলপ করেছেন ৷ Photo - Youtube Grab
advertisement
5/8
মার্চের ২০১৮ থেকে এই গেম বাজারে এলেও তা নিয়ে ইদানিং মাত্রাতিরিক্ত আগ্রহ বেড়েছে ৷ তবে PUBG গেম মারণ গেম না হলেও এর নেশা এত মারাত্মক যে তা ড্রাগের নেশাকেও হার মানিয়ে দিচ্ছে ৷ Tencent Holdings Ltd কোম্পানি এই গেমটি ডেভলপ করেছেন ৷ Photo - Youtube Grab
advertisement
6/8
এই নয়া গেমে কিশোর প্রজন্ম এত আক্রান্ত হয়েছেন যে তাদের পড়াশুনো থেকেও মন উঠে গেছে ৷ - Youtube Grab
advertisement
7/8
ক্লাস ১০ ও ১২ র পরীক্ষায় সম্প্রতি জম্মু ও কাশ্মীরের রেজাল্ট ভীষণ খারাপ হয়েছে ৷ আর এরজন্য নড়েচড়ে বসেছে জম্মু কাশ্মীর ছাত্র সংগঠন ৷ তারা ইতিমধ্যেই এই গেম ব্যান করার আবেদন জানিয়েছেন ৷ - Youtube Grab
advertisement
8/8
২৪ ঘন্টাই এই গেম খেলতে ফোনে মজে থাকছে তরুণ প্রজন্ম ৷ এর আগে বিভিন্ন বিয়ে ভাঙার কারণ হিসেবে এই গেমের নাম এসেছিল ৷ এবার কিশোরদের মাথায় নেশার মতো বসে যাওয়ার জন্য এই গেমকে একেবারে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানাল ammu and Kashmir Students Association ৷ - Youtube Grab