TRENDING:

Sushil Kumar: 'দেশের গর্ব ছিল সুশীল কুমার, এখন ওর জন্য ভারতীয় কুস্তি কলঙ্কিত'

Last Updated:
সাগর নামের এক কুস্তিগীর ব্যাপক মারধরের জেরে মারা যান। সেই ঘটনায় নাম জড়ায় সুশীল কুমারের।
advertisement
1/5
Sushil Kumar: 'দেশের গর্ব ছিল সুশীল কুমার, এখন ওর জন্য ভারতীয় কুস্তি কলঙ্কিত'
খুনের মামলায় আরও আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়ছেন কুস্তিগীর সুশীল কুমার। এখনও তিনি ফেরার। তাঁর বাড়ির লোকজনের উপর নজর রেখেছে পুলিশ। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে পুলিশ।
advertisement
2/5
দিল্লির ছত্রশাল স্টেডিয়ামের বাইরে মারামারিতে জড়িয়ে পড়েন বেশ কয়েকজন কুস্তিগীর। সাগর নামের এক কুস্তিগীর ব্যাপক মারধরের জেরে মারা যান। সেই ঘটনায় নাম জড়ায় সুশীল কুমারের। পুলিশ জানতে পারে, জমিসংক্রান্ত বিবাদের জেরে সেদিন মারামারি হয়েছিল দুপক্ষের মধ্যে।
advertisement
3/5
সুশীল তার পর থেকেই ফেরার। মাঝে তাঁর মোবাইল টাওয়ার লোকেশন উত্তরাখণ্ডে পেয়েছিল পুলিস। কিন্তু সুশীলকে খুঁজে পাওয়া যায়নি। দেশের কুস্তিতে উজ্জ্বল নক্ষত্র সুশীল কুমার। এখনও পর্যন্ত কুস্তিতে ভারতের একমাত্র বিশ্বচ্যাম্পিয়ন তিনি। এছাড়া অলিম্পিকে দুটি পদক রয়েছে তাঁর ঝুলিতে। সুশীল কুমারের মতো কুস্তিগীরের নাম খুনের মামলায় জড়ানোয় তাই হতাশ ভারতীয় কুস্তিং সংস্থাও।
advertisement
4/5
এদিন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া-র তরফে জানানো হয়, ভারতীয় কুস্তিকে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সুশীল। তাঁকে দেখে বহু কমবয়সী যুবক যুবতী কুস্তি শিখতে অনুপ্রাণিত হয়েছে। তবে সেই সুশীল কুমারের জন্যই এখন ভারতীয় কুস্তি কলঙ্কিত।
advertisement
5/5
ডব্লুএফআই-এর সহ সচিব বিনোদ তোমর বলেছেন, ম্যাট-এর বাইরে নিজেদের জীবনে কুস্তিগীররা কী করবে তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে সুশীল কুমারের জন্য ভারতীয় কুস্তির ইমেজ নষ্ট হয়েছে। ওর মতো তারকা কুস্তিগীরের নাম খুনের মামলায় জড়ালে সেটা দেশের ক্রীড়াক্ষেত্রের গরিমায় প্রভাব ফেলে।
বাংলা খবর/ছবি/খেলা/
Sushil Kumar: 'দেশের গর্ব ছিল সুশীল কুমার, এখন ওর জন্য ভারতীয় কুস্তি কলঙ্কিত'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল