Tokyo Olympics India Medal Tally: একটি সোনা, দুটি রুপো, চারটি ব্রোঞ্জ! ভারতের সেরা অলিম্পিক্স এবারই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যে সাতটি পদক ভারতের ঝুলিতে। লন্ডন অলিম্পিক্সের রেকর্ড ভাঙল টোকিওতে।
advertisement
1/5

স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জিতলেন জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। সেইসঙ্গে পদক জয়ের হিসাবে টোকিওতে রেকর্ড গড়ল ভারত।
advertisement
2/5
এখনও পর্যন্ত টোকিও অলিম্পিক্সে একটি সোনা, দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। যা কিনা রেকর্ড।
advertisement
3/5
এর আগে লন্ডন অলিম্পিক্সে সর্বাধিক ৬টি পদক জিতেছিল ভারত। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙেছে।
advertisement
4/5
নীরজ চোপড়া. মীরাবাঈ চানু, লভলিনা বরগোঁহাই, রবি দাহিয়া, বজরং পুনিয়া, ভারতের হকি দল টোকিও অলিম্পিক্সে পদক জিতেছে।
advertisement
5/5
একশো বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন নীরজ চোপড়া। ট্র্যান্ড অ্যান্ড ফিল্ডের ইভেন্টে সোনা জিতে ইতিহাস লিখলেন ২৩ বছর বয়সী এই জ্যাভেলিন থ্রোয়ার।