TRENDING:

Independence Day Athletes: স্বাধীনতা দিবসে কী বার্তা দিলেন দেশের স্পোর্টস আইকনরা ?

Last Updated:
Independence Day special indian athletes wishing countrymen.মীরাবাই চানু এই দেশে মেয়েদের নতুন আইকন। মনিপুরের মেয়ের রূপো জয় কোনও সিনেমার রহস্যের থেকে কম নয়। বছর চারেক আগে ব্রাজিলে চূড়ান্ত ব্যর্থ হয়ে ফিরে এসেছিলেন। কিন্তু মনের জোর হারাননি। স্বপ্ন দেখা ছাড়েননি।
advertisement
1/5
Independence Day Athletes: স্বাধীনতা দিবসে কী বার্তা দিলেন দেশের স্পোর্টস আইকনরা
পুরুষ হকিতে ইতিহাস তৈরি করেছে ভারত। ৪১ বছর পর অলিম্পিক পদক এসেছে হকিতে। অধিনায়ক মনপ্রীত সিং উপস্থিত ছিলেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। সঙ্গে গোটা ভারতীয় দল। ভারতে জন্মাতে পেরে এবং এই দেশের জার্সি গায়ে মাঠে নামতে পেরে নিজেকে ধন্য মনে করছেন হকি অধিনায়ক। প্রধানমন্ত্রী মোদি টোকিওতে ইতিহাস তৈরির কিছুক্ষণ পরেই ফোনে কথা বলেছিলেন তাঁর সঙ্গে। আজ লালকেল্লায় উপস্থিত থাকতে পেরে দারুণ খুশি মনপ্রীত।
advertisement
2/5
মেরি কম টোকিওতে পদক জয় করতে পারেননি। অবশ্য কিংবদন্তি ভারতীয় বক্সারের হেরে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিস্তর। বিচারকদের পয়েন্ট দেওয়া নিয়ে সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। লালকেল্লায় স্যালুট করছেন মেরি। ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সারকে স্যালুট করেছে গোটা ভারত। জাতীয় পতাকা মেরির শক্তির অন্যতম উৎস জানিয়েছেন তিনি।
advertisement
3/5
মীরাবাই চানু এই দেশে মেয়েদের নতুন আইকন। মনিপুরের মেয়ের রূপো জয় কোনও সিনেমার রহস্যের থেকে কম নয়। বছর চারেক আগে ব্রাজিলে চূড়ান্ত ব্যর্থ হয়ে ফিরে এসেছিলেন। কিন্তু মনের জোর হারাননি। স্বপ্ন দেখা ছাড়েননি। একসময় গ্রামে কাঠ কুড়িয়ে রান্না করা মেয়েটা আজ ভারতের পরিচয়। স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার সঙ্গে নিজের ছবি দিয়ে মীরা লিখেছেন সবকিছুই এই পতাকার জন্য।
advertisement
4/5
শিখর ধাওয়ান এই মুহূর্তে বাড়িতে রয়েছেন। কয়েকদিন আগেও ভারতের অধিনায়ক হয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কা সফরে। জাতীয় পতাকা ধরে শিখর লিখেছেন,এটাই পরিচয়। এটাই গর্ব এবং ভালোবাসা। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
advertisement
5/5
ক্রিকেট থেকে অনেকটাই দূরে রয়েছেন যুবরাজ সিং। কিন্তু ভারতের ক্রিকেট প্রেমীদের মন থেকে তাঁকে সরানো সহজ নয়। স্বাধীনতা দিবসে বিশ্বকাপ জয়ের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, স্বাধীনতার সঠিক মানে এবং মূল্য বুঝতে হবে আমাদের। যাঁরা এই মহান দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের কথা স্মরণ করার দিন।
বাংলা খবর/ছবি/খেলা/
Independence Day Athletes: স্বাধীনতা দিবসে কী বার্তা দিলেন দেশের স্পোর্টস আইকনরা ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল