advertisement
1/6

জার্মানিতে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন দীপা কর্মকার ৷ ভল্ট বিভাগে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পেলেন তিনি। Photo Courtesy: Twitter
advertisement
2/6
ফাইনাল রাউন্ডে ষোলো জনের মধ্যে ছয় নম্বর হয়ে উঠেছিলেন দীপা ৷ লড়াই ছিল বিশ্বের অন্যতম সেরা জিমন্যাস্ট উরুগুয়ের ওকসানা এবং যুক্তরাস্ট্রের জেডে ক্যারেরা সঙ্গে। সেখানেই তৃতীয় স্থানটি জয় করেন ভারতীয় কন্যা ৷ Photo Courtesy: Twitter
advertisement
3/6
রিয়ো অলিম্পিক্সের পর হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল দীপার ৷ দীর্ঘদিন তিনি ইভেন্টের বাইরে ছিলেন ৷ তাই মনেও সংশয় তৈরি হয়েছিল তাঁর পারফরমেন্স নিয়ে ৷ তবে তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী সবসময় উৎসাহ জুগিয়ে গিয়েছেন ৷ Photo Courtesy: Twitter
advertisement
4/6
রিহ্যাবেও গিয়েছিলেন দীপা ৷ সম্পূর্ণ সুস্থ তিনি নন ৷ তবে তাঁর মধ্যে এই জয় তাঁর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বলেই মত কোচের ৷ Photo Courtesy: Twitter
advertisement
5/6
দু’বছর পরে টোকিয়ো অলিম্পিক্সকেই পাখির চোখ করেছেন দীপা ৷ তাঁর দিকে নজর রেখেই নিজেকে তৈরি করছেন ৷ Photo Courtesy: Twitter
advertisement
6/6
আপাতত ভারতীয় আরও এক মহিলা ক্রীড়াবিদের জয়ে উচ্ছ্বসিত সকলেই ৷ মেরি কম ও সাইনা নেহওয়ালে পর দীপার জয় বাড়তি উৎসাহ যোগাচ্ছে মহিলা খেলোয়াড়দের ৷ দিপাকে শুভেচ্ছা জানিয়েছেন সাইনা নেহওয়াল ৷ Photo Courtesy: Twitter