Boxer Ritu: বাবার অসুখ! সংসার চালাতে পার্কিং স্লিপ কাটছেন জাতীয় স্তরে মেডেল জয়ী বক্সার রিতু
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Boxer Ritu: রিতুর এই করুণ গল্প জানার পর বহু মানুষ নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
1/5

টোকিও অলিম্পিক নিয়ে এখন গোটা বিশ্বেই উত্তেজনার পারদ চড়ে আছে। কোন দেশ কটা সোনা বা ব্রোঞ্জ পেল কিম্বা কোন দেশ শুধু চোখের জল নিয়েই বিদায় নিল অলিম্পিক থেকে, এখন চারিদিকে এই নিয়েই খবর। তার মাঝেই উঠে এল এক করুণ ছবি। ভারতীয় মহিলা হকি প্লেয়ারদের নানা করুণ ঘটনায় সামনে এসেছে। তার মাঝেই সকলের চোখে জল আনলেন চন্ডিগড়ের বক্সার রিতু । photo source ANI
advertisement
2/5
সোশ্যাল মিডিয়ায় এখন শুধুই রিতুর কথা। ANI আজ রিতুর করুণ কাহিনি সকলের সামনে তুলে ধরে। সংসারে অভাব। বাবা অসুস্থ । খেলা ছেড়ে পার্কিং এরিয়াতে টিকিট কাটেন রিতু।
advertisement
3/5
রিতু জানান, "আমি ন্যাশনাল লেভেলে বক্সিং খেলেছি। অনেক গুলো মেডেলও জিতেছি। কিন্তু সংসারে অভাব, এবং বাবা খুব অসুস্থ। তাই সংসারের হাল ধরতে আমাকে বক্সিং ছেড়ে কাজ খুঁজতে হয়েছে।" photo source ANI
advertisement
4/5
তিনি আরও জানান, " আমাকে কোনও সরকার সাহায্য করেননি। বা কোনও সংস্থাও সাহায্য করেননি। পেটে খিদে নিয়ে, পরিবারকে ভুলে কিভাবে নিজের স্বপ্নের পিঁছনে ছুটতাম। তাই সব ছেড়ে কাজ খুঁজতে হয়েছে। যা জুটেছে তাই করছি।"photo source ANI
advertisement
5/5
রিতুর এই করুণ গল্প জানার পর বহু মানুষ নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া জুড়ে। একজন ট্যুইটার ব্যবহারকারী স্পোর্টস মিনিস্টার অনুরাগ ঠাকুরকে ট্যাগ করেন সোশ্যাল মিডিয়ায়। photo source ANI