Tokyo Olympics: ভারতের অমিত পঙ্ঘল এখন বিশ্বের এক নম্বর বক্সার, অলিম্পিকের আগে বড় খবর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
বিশ্বের এক নম্বর বক্সার হিসাবেই টোকিও অলিম্পিকে পা রাখবেন তিনি।
advertisement
1/5

আর মাত্র কয়েকদিন পরই শুরু টোিকও অলিম্পিক। তার আগে ভারতীয় বক্সিংয়ের জন্য বড় খবর। ভারতীয় বক্সার অমিত পঙ্ঘল এখন বিশ্বের এক নম্বর বক্সার।
advertisement
2/5
পুরুষদের ৫২ কেজি ফ্লাইওয়েট বিভাগে বিশ্বের এক নম্বর বক্সার এখন অমিত। অলিম্পিক শুরুর ২৭ দিন আগে এমন খবর নিশ্চয়ই তাঁকে মানসিকভাবে চাঙ্গা করে তুলবে।
advertisement
3/5
টোকিও অলিম্পিকে বিশ্বের এক নম্বর বক্সার হিসাবে নামবেন অমিত। অলিম্পিকে ভারতের যে কজন বক্সার কোয়ালিফাই করেছেন তাঁদের মধ্য়ে অমিতের ক্রমতালিকা এখন সবার উপরে।
advertisement
4/5
রোহতকের ২৫ বছর বয়সী বক্সার অমিত গোটা দেশকে অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। এর আগে এশিয়ান গেমসে বিজয়ী হয়েছেন অমিত। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রপোও জিতেছেন। এবার বাকি অলিম্পিকে সোনা জয়।
advertisement
5/5
২০০৭ সাল থেকে বক্সিং শুরু অমিতের। দাদা অজয়কে দেখেই তাঁর বক্সিং শুরু। ২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ও পরের বছর কমনওয়েলথে রূপো জেতেন অমিত। তার পর থেকেই তাঁর কেরিয়ার গ্রাফ উর্ধ্বমুখী।