French Open 2021: লাল কোর্টের নতুন রানি! ফরাসী ওপেন চ্যাম্পিয়ন বারবরা ক্রেইসিকোভা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
দুজনই প্রথমবার ফরাসী ওপেনের ফাইনালে উঠেছিলেন।
advertisement
1/5

বারবরা ক্রেইসিকোভা। বিশ্ব টেনিসে অখ্যাত ছিলেন তিনি এতদিন। তবে আর নয়। টেনিস বিশ্বে নিজের সাম্রাজ্যের পত্তন করলেন চেক তারকা। প্রথমবার ফরাসী ওপেন জিতে সাড়া ফেলে দিলেন তিনি।
advertisement
2/5
মেয়েদের সিঙ্গলসে অ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে ৬-১, ২-৬, ৬-৪ গেমে হারালেন বারবরা।
advertisement
3/5
বারবরা ও অ্যানাস্তাসিয়া, দুজনই প্রথমবার ফরাসী ওপেনের ফাইনালে উঠেছিলেন। শেষ হাসি হাসলেন বারবরা।
advertisement
4/5
ম্যাচ চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছিলেন অ্যানাস্তাসিয়া। কোর্টেই শুশ্রুষা হয় তাঁর। এর পরও তৃতীয় সেটে লড়লেন তিনি। বারবরা অবশ্য তৃতীয় সেট ৬-৪ এ জিতে নেন।
advertisement
5/5
নতুন চ্যাম্পিয়ন পেল ফরাসী ওপেন। বারবরা এখন লাল কোর্টের নতুন রানি। এদিন ট্রফি মাথায় নিয়ে বারবরা বলেন, ছোট থেকে এই স্পিচ প্র্যাকটিস করেছি। কখনও ফরাসী ওপেন জিতলে কী বলব! আজ সেই দিন। কিন্তু কিছু বলার ভাষা পাচ্ছি না। এটুকু বলব, ছোটবেলার একটা স্বপ্ন সফল হল।